শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের তাবেদারি করছে আইসিসি, বললেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক : [২] ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট শেষ হয়েছে দ্বিতীয় দিনের ২৫ ওভার বাকি থাকতেই। শেষ ৮৬ বছরে এর চেয়ে সংক্ষিপ্ত কোন টেস্ট ম্যাচের নজির দেখেনি ক্রিকেট বিশ্ব।

[৩] স্বাভাবিকভাবেই সকলের ধারণা ছিল যে, এমন পিচ বানানোয় বড় ধরনের জরিমানার গুনতে হবে ভারতকে। তবে সবাইকে অবাক করে দিয়ে জরিমানা তো দূরে থাক, কোনপ্রকার তিরষ্কারও পেতে হচ্ছে না বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান এই ক্রিকেট খেলুড়ে দেশটিকে।

[৪] অবশ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের প্রভাব এবারই নতুন নয়। বিরাট কোহলিদের প্রতি সবসময়ই নমনীয় ক্রিকেটের এই অভিভাবক সংস্থা। আইসিসির এমন দ্বিমুখী আচরণের তুমুল সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

[৫] আইসিসিকে দন্তহীন উল্লেখ করে এই ক্রিকেট ধারাভাষ্যকার জানিয়েছেন, ভারতকে ইচ্ছেমত পিচ বানানোর সুবিধা দিচ্ছে এই সংস্থাটি। ডেইলি টেলিগ্রাফে লেখা এক কলামে ভন বলেন, ‘যতদিন পর্যন্ত ভারতের মতো শক্তিশালী দেশগুলো যা ইচ্ছা তাই করে যাওয়ার সুযোগ পাবে, ততদিন পর্যন্ত আইসিসিকে দন্তহীন মনে হবে। গভর্নিং বডি ভারতকে যা খুশী তাই করতে দিচ্ছে এবং এর ফলে আহত হচ্ছে টেস্ট ক্রিকেট।

[৬] দুইদিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে স¤প্রচারকারীরা। এই ক্ষতি পোষানোর জন্যে তাদের ক্ষতিপূরণ দাবি করার পরামর্শ দিয়ে এই ক্রিকেট ধারাভাষ্যকার জানান, এর ফলে আগামীতে টেস্ট ম্যাচের স¤প্রচার স্বত্ত¡ কেনার আগে দুইবার ভাববে তারা।

[৭] ভন বলেন, জিনিসগুলো পরিবর্তনের জন্য স¤প্রচারকারীরা অর্থ ফেরত চাইতে পারে। খেলোয়াড়েরা ভালো না খেলার কারণে খেলা  দ্রুত শেষ হলে তারা মেনে নেয়। কিন্তু যখন স্বাগতিক দল ইচ্ছে করে বাজে পিচ তৈরি করে তখন ব্যাপারটা আলাদা। এখনো তিনদিন ফাঁকা পরে আছে। কিন্তু তাদের প্রোডাকশন ব্যয় ঠিকই দিতে হচ্ছে। তারা নিশ্চিতভাবেই খুশি না এবং ভবিষ্যতে টেস্টের স¤প্রচার স্বত্ব কেনার আগে দুইবার ভাববে।

[৮] এমন পিচের কারণে ভারতকে সরাসরি জয়ী বলতেও রাজি নন ভন। তিনি বলেন, ভারত তৃতীয় টেস্ট জিতেছে, কিন্তু এটি অগভীর একটি জয়। প্রকৃতপক্ষে এমন ম্যাচে আসলে কোন বিজয়ী থাকেনা। তবুও ভারত তাদের দক্ষতা দেখিয়েছে। আমরা ন্যায্য বলবনা যদি এমনটা অস্বীকার করি যে এ ধরণের কন্ডিশনে তাদের স্কিল ইংল্যান্ডের চেয়ে ভালো। - ডেইলি টেলিগ্রাফ / ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়