শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরের ১৩ উপজেলায় বেড়েছে গমের আবাদ

এম রুহুল আমিন : [২] একদিকে গম আবাদ অপরদিকে চলছে বোরো রোপন। এ দুফসল নিয়েই ব্যস্ত রয়েছে দিনাজপুরের কৃষক।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান জানান, গম আবাদের আবহাওয়া অনুকুলে থাকায় আশানুরূপ ফলনের আশা করা হচ্ছে।

[৩] নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। করোনাকালে ধানের পাশাপাশি কৃষকরা গম চাষে আগ্রহী হয়েছেন।
গত বছরের চেয়ে চলতি মৌসুমে দিনাজপুরে গমের চাষও বেশি হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।

[৪] দিনাজপুর কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর জেলায় ৬ হাজার হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এবার তা বেড়ে হয়েছে প্রায় ৬ হাজার ১০০ হেক্টর যা গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জানা যায়, ধানের চেয়ে গম চাষে খরচ কম এবং উৎপাদন কাজে কৃষকের শ্রমও কম লাগে। প্রতিবিঘা জমিতে গম চাষে খরচ হয় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা। অল্প শ্রমে স্বল্প ব্যয়ে গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। প্রতিবিঘা জমিতে ১৪-১৮ মণ পাওয়া যায়।

[৫] বাজারে গমের চাহিদার সঙ্গে মূল্যও দিন দিন বাড়ছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গমের ফলন পাওয়া যাবে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড. এছরাইল হোসেন জানান, সারা দেশে এবার গমের ফলন ও উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধমে ২ হাজার ৩০৫ জন কৃষকের জমিতে প্রদর্শনী খামার করতে ৪৩ টন বীজ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া গম উৎপাদনে বিএডিসিকে ব্লাস্ট রোগপ্রতিরোধী ও উচ্চ ফলনশীল নতুন তিনটি জাতের ২৩ টনসহ মোট ৬০ টন প্রজনন বীজ দেওয়া হয়েছে।

[৬] তিনি জানান, চলতি মৌসুমে সারা দেশে সাড়ে তিন লাখ হেক্টর জমিতে গম চাষ করা হচ্ছে। কৃষকের আগ্রহ সৃষ্টির জন্য প্রজনন বীজ সরবরাহ করা যায়নি। জায়গা সংকটে পর্যাপ্ত পরিমাণ প্রজনন বীজ উৎপাদন সম্ভব হচ্ছে না। এ সংকট কাটিয়ে উঠতে সেতাবগঞ্জ সুগারমিলের কান্তা ফার্মাসহ বিভিন্ন স্থানের পরিত্যক্ত জমি লিজ দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়