শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

সুকান্ত মজুমদার: [২] ৫ম ধাপে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

[৩] রবিবার (২৮ ফেব্রুয়ারি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

[৪] সকালে ভোটগ্রহণের শুরুতেই পৌরসভার স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করতে আসেন ৩নং ওয়ার্ড এর বাসিন্দা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এবিএম জিলানী।

[৫] এ সময় নারী পুরুষ ভোটারদের লম্বা লাইনে অপেক্ষমান সারি লক্ষ্য করা যায়।

[৬] নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনী এলাকায় বিজিবি, পুলিশ সদস্য, আনসারসহ গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের বিশেষ টিম একই সঙ্গে ৫টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে রয়েছে। ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্ববধায়নে আইন-শৃৃৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

[৭] ১ম শ্রেণীর এ পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী রয়েছেন। এতে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬শ’ ৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯শ’ ৯০জন ও মহিলা ভোটার ১১ হাজার ৬শ’ ৪১ জন। এখানে ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে ১৩টি। তবে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে । সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়