শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪১ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল: কোভিড নিয়ন্ত্রণে ‘শেখ হাসিনা মডেল’

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল: আমার আশপাশে এখন ভ্যাকসিন উৎসব চলছে। বাসায়, চেম্বারে সবখানে। প্রথম প্রথম আমার আশপাশেও ভ্যাকসিন নিয়ে সন্দেহ আর সংশয়ের দোলাচাল ছিলো। এমনকি আমি একেবারে শুরুর দিকে প্রথম সাড়ে পাঁচশ জনের একজন হিসেবে ভ্যাকসিনটি নেওয়ার পরও। ইদানীং ব্যাপারটি একেবারেই অন্যরকম। একেবারেই ইউটার্ন যাকে বলে। অনুপ্রাণিত হচ্ছেন দেশের লাখ মানুষ। শুরুতে কানাঘুষা ছিলো আসলেই আমরা মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে ৭০ লাখ ডোজ টিকা দিতে সক্ষম হবো কিনা? নাকি রি-এক্সপোর্ট করা লাগবে মহামূল্যবান এই কোভিশিল্ডগুলো। এখন সেই সংশয় কেটে গেছে।

অথচ টিকা নেওয়ার শুরুতে যে বিভ্রান্তি, তা কিন্তু বাংলাদেশের বেলায় অন্তত আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিলো। কারণ আমাদের রয়েছে ভ্যাকসিন নেওয়ার দীর্ঘ ঐতিহ্য। নব্বইয়ের দশকের শেষের দিকে যখন সরকারি চাকরিতে যোগ দিয়েছিলাম, তখন এ দেশে ন্যাশনাল ইমিউনাইজেশন ঢের প্রচলন ছিলো। নির্ধারিত দিনে মায়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে দলে দলে তাদের নবজাতককে টিকা দেওয়ার জন্য টিকাদানকেন্দ্রগুলোতে নিয়ে আসতেন। লাইন ধরে ধৈর্যের সঙ্গে অপেক্ষাও করতেন। চারদিকে কেমন যেন একটা ঈদ ঈদ আমেজ চলে আসত। এখন ন্যাশনাল ইমিউনাইজেশন ডে নেই। কিন্তু টিকা নেওয়ার সেই কালচারটি ষোলো আনাই অব্যাহত আছে। এখনো মায়েরা তাদের ছয় সপ্তাহ বয়সী নবজাতকদের টিকা দেওয়ানোর জন্য সাগ্রহে টিকাদানকেন্দ্রগুলোতে নিয়ে যান। কোথায় কোনো প্রচার-প্রচারণার দরকার পড়ে না। অনেকে বলেন, শিশুদের টিকা দেওয়ায় অভ্যস্ত বাঙালি। কিন্তু এ দেশের বড়রা টিকা নেওয়ার ব্যাপারটা ঠিকমতো হজম করে উঠতে পারেননি। সে কারণেই শুরুতে এ ধরনের সংশয়। আমার কিন্তু একেবারেই তা মনে হয় না।

যে মানুষ তার প্রাণের চেয়েও প্রিয় ছোট্ট সন্তানটিকে টিকা দেওয়ার বেলায় সংশয়ে ভোগেন না, তার যতো চিন্তা নিজের বেলায় এই যুক্তি আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। তা ছাড়া আমি লিভারের ডাক্তারি করি। আমি জানি, এ দেশের আবাল-বৃদ্ধ-বনিতার গাঁটের পয়সা খরচ করে হেপাটাইটিস ‘বি’র তিন থেকে চারটি ডোজ টিকা নেওয়ায় কী ভীষণ আগ্রহ। টিকা নিয়ে এ দেশে যে শুরুর দিককার অপ্রত্যাশিত সংশয় তার মূল কারণটা অন্য জায়গায়। পাশ্চাত্যেও আমরা অ্যান্টি-ভ্যাকসিন ক্যাম্পেইন দেখেছি, কিন্তু তার কারণ হচ্ছে ভ্যাকসিনের প্রতি একদল মানুষের অনাস্থা। আমাদের দেশে ভ্যাকসিন নিয়ে ঝামেলা তৈরি করা হয়েছিল একেবারেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কিছু মানুষের অসৎ উদ্দেশ্যই ছিলো গণ-ভ্যাকসিনেশন প্রক্রিয়াটিকে বানচাল করে কোভিডকে এ দেশে দীর্ঘস্থায়ী করে সরকারকে একটা দীর্ঘমেয়াদি সংকটে ঠেলে দেওয়া। পাশাপাশি সরকারের ওপর মানুষের তাৎক্ষণিক অনাস্থা সৃষ্টিও ছিলো তাদের বাড়তি লক্ষ্য। যে কারণে শুরু থেকেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার রকমের বিভ্রান্তি ছড়াতে দেখেছি ভ্যাকসিন আসা-না আসা, আসলে পাওয়া-না পাওয়া আর পেলে র্পাশ্বপ্রতিক্রিয়া হওয়া-না হওয়া নিয়ে। বলাই বাহুল্য, শেষ পর্যন্ত দুষ্ট লোকের মিষ্টি কথায় গলেনি বাঙালির হৃদয়। সপ্তাহ না গড়াতেই ভ্যাকসিন কেন্দ্রগুলোতেই তাই উপচেপড়া ভিড়। আর ভ্যাকসিনবিষয়ক এই নিস্পৃহতাকে আগ্রহের জায়গায় নিয়ে যাওয়ায় আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রথম যেদিন ভ্যাকসিনেশনের পাইলটিং করা হলো, সেদিন তিনি নিজে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সাহস জুগিয়েছেন ভ্যাকসিন গ্রহীতাদের আর সঙ্গে গোটা জাতিকে। তারপর কী মন্ত্রিসভার বৈঠক, কী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠানই হোক কিংবা আনসার-ভিডিপির বার্ষিক কুচকাওয়াজ সবখানেই তিনি আহ্বান জানিয়েছেন মানুষকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করার।

পাশাপাশি বাংলাদেশে আগেভাগে ভ্যাকসিন নিয়ে আসার অসামান্য কৃতিত্বও তারই। তিনি এমন একটি ভ্যাকসিন শনাক্ত করেছিলেন, যা পেতে আমাদের সমস্যা হবে না আর পাশাপাশি যা আমাদের জন্য নিরাপদ এবং সর্বোপরি অবশ্যই কার্যকর। অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে টেক-ট্রান্সফারের মাধ্যমে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত কোভিশিল্ড বেছে নেওয়ার কারণেই আজ আমাদের হাতে ভ্যাকসিনের এতো বড় মজুদ। আমরা যেদিন গণটিকাদান কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু করলাম, সেদিন পৃথিবীর ১৫০টিরও বেশি দেশের প্রায় আড়াই শ কোটি মানুষ ভ্যাকসিনের প্রত্যাশায় গালে হাত দিয়ে অপেক্ষা করছিলো। আর যেসব দেশ আমাদের অনেক আগেই ভ্যাকসিনের আগাম মূল্য পরিশোধ করে বগল বাজাচ্ছিল কিংবা এমনকি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল ভ্যাকসিন ডেভেলপমেন্টে, তাদের অবস্থাও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। নিজ দেশের প্রতিজন নাগরিকের জন্য চার ডোজ করে আগাম ভ্যাকসিনের মূল্য পরিশোধ করেও কানাডা দিতে পেরেছে অল্প কিছু ভ্যাকসিন। সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এসওএস বার্তা পাঠিয়েছেন ভারতে, নিজে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন কোভিশিল্ড নিয়ে তার দেশের মানুষের পাশে দাঁড়াতে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্টই জানিয়ে দিয়েছেন যেহেতু তার নিজের হাতেই তার দেশের মানুষের জন্য যথেষ্ট ভ্যাকসিন নেই, কাজেই তিনি কানাডাকে কোনো ভ্যাকসিন দিয়ে সাহায্য করতে পারবেন না। ইউরোপের অবস্থাও তথৈবচ। আগাম টাকা দিয়ে ভ্যাকসিন না পেয়ে ইউরোপীয় ইউনিয়ন সেখানে উৎপাদিত ভ্যাকসিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে না এনে আমরা যদি অ্যাস্ট্রাজেনেকার কাছে ভ্যাকসিনের জন্য ধরণা দিতাম, তাহলে আমাদের পরিণতি হতো আরও খারাপ।

প্রথমত, যেহেতু আমাদের অঞ্চলে ভ্যাকসিন বিপণনের স্বত্ব তারা দিয়ে রেখেছে সেরাম ইনস্টিটিউটকে, কাজেই তারা চাইলেও আর এই অঞ্চলে ভ্যাকসিন সরবরাহ করতে পারত না। আর পারলেও নির্ধারিত সময়ে টিকা প্রাপ্তি নিয়ে সংশয় থাকত আগাম টাকা নেওয়ার পরও এই অ্যাস্ট্রাজেনেকাই ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দিয়েছে, আগাম টাকা নিয়েছে বলেই তারা নির্ধারিত সময়ে ভ্যাকসিন সরবরাহ করতে বাধ্য নয়। লেখক : চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়