শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় ‘দৈনিক দ্বীপাঞ্চল’ পত্রিকার সম্পাদকের উপর হামলা

অমল তালুকদার: বরগুনার স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
কসমেটিকস ব্যবসায়ী মামুন ও তার স্ত্রী মনি বেগম এ ঘটনা ঘটিয়েছে বলে সম্পাদক মোশাররফ হোসেন অভিযোগ করেন। হামলার শিকার সম্পাদক মোশারফ বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

মোশারফ হোসেন বরগুনার বাজার সড়কের বাসিন্দা। তিনি মনি অফসেট প্রেস এন্ড স্টেশনারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান,

শনিবার ২৭ ( ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৯ টার দিকে মামুন ও তার স্ত্রী মনি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এসময় মামুনের স্ত্রী মোশাররফ হোসেনের সাথে দূর্ব্যবহার শুরু করে এবং এক পর্যায়ে দোকানের ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে সম্পাদক মোশাররফ হোসেনকে।
এসময় মামুনও ব্যাট হাতে নিয়ে পেটানো শুরু করে তাকে। ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হলে হামলাকারী স্বামী-স্ত্রী উভয়ে দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করে ।

মোশাররফ হোসেন বলেন, দেড়বছর আগে মামুনের একটি বিবাদ মিমাংসার জন্য তাঁকে সালিশ মনোনিত করেন। বিবাদটি উভয় পক্ষের সালিশের মাধ্যমের মিমাংসা হয়ে যায় এবং রোয়েদাদ ও হয়। ওই সালিশের একটি "অচলনামা" মোশাররফ হোসেনের কাছে ছিল। মামুন তার স্ত্রীকে নিয়ে মোশাররফ হোসেনের দোকানে এসে অচলনামাটি ফেরত চায়। দেড় বছর আগের ওই অচলনামার কাগজটি হারিয়ে ফেলেন বলে মামুনকে জানান। এসময় মামুনের স্ত্রী মনি হঠাত করেই দোকানের ক্রিকেট ব্যট তুলে নিয়ে মোশারফ হোসেনকে পেটাতে শুরু করেন। এক পর্যায়ে অন্য ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হয়ে তাকে রক্ষা করেন।

এ বিষয়ে জানতে মামুনের ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

বরগুনা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সাংবাদিক সংগঠনগুলো মোশারফ হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়