শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে বন্ধুর স্ত্রীকে উত্যক্তের জেরে অটোচালক খুন, গ্রেপ্তার ৪

মিলটন খন্দকার: [২] অটোচালক রুবেল হোসেনকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় খুন করেছে আবু জাফর উরফে আকাশ ও সহযোগী অপর বন্ধু। পরে কাশিপুরের সারদাগঞ্জ পশ্চিমপাড়া কবরস্থানের পতিত জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভির জমায়। প্রধান হত্যাকারী আবু জাফর উরফে আকাশও লাশ দেখতে যায়। স্থানীয়দের সাথে সেও সমবেদনা প্রকাশ করে এবং হত্যাকন্ড থেকে নিজেকে আঁড়াল করার জন্য ঘটনাস্থলে যাওয়া পুলিশের কাছা-কাছি দাঁড়িয়ে থাকে।

[৩] শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান।

[৪] তিনি বলেন, গত শুক্রবার সকালে মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ হাজী মার্কেট পশ্চিমপাড়া কবরস্থানের পতিত জমি থেকে অজ্ঞাতনামা রুবেলে লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশের দুটি দল কাশিমপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতেই নিহত রুবেলের তিন বন্ধুকে গ্রেপ্তার করে।

[৫] গ্রেপ্তারকৃতরা হচ্ছে বগুড়া জেলার শাজাহানপুর থানার বড়তিনকুল গ্রামের মো: ফরিদুল ইসলামের ছেলে আবু জাফর ওরফে আকাশ (২০), জামালপুরের মেলান্দহ থানার হরিনাপাই গ্রামের আশরাফ মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২১), বগুড়া সদর থানার মালগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২০) এবং অটোবাইকের ব্যাটারি ক্রেতা বি-বাড়ীয়া জেলার নবীনগর থানার টিয়ারা গ্রামের আ: রহিমের ছেলে রাশেদ আহামেদ (৪০)। নিহত রুবেল হোসেন (১৮) নওগার রাণীনগর থানার দেবরাগারি গ্রামের সিরাজুল হোসেনের ছেলে। সে একজন কলেজ ছাত্র ছিলো। করোনা সংকটরে কারণে কাশিমপুর এলাকায় সে অটোবাইক চালতো। নিহত রুবেল এবং হত্যাকারী তার বন্ধুরা সবাই কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত চাকটিু উদ্ধার করেছে।

[৬] তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তিতে জানা যায় প্রধান আসামি আকাশের স্ত্রীকে রুবেল বিভিন্ন সময় উত্যক্ত করতো। এ ঘটনার জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুবেলকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নারীর প্রলোভন দেখিয়ে উল্লিখিত স্থানে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে অটোবাইক নিয়ে পালিয়ে যায়। পরে তারা অটোবাইক ও ব্যাটারি পৃথক স্থানে বিক্রি করে।

[৭] প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী উপ-পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা ও কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়