সালেহ বিপ্লব: [২] গণভবন থেকে এ প্রেস কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকরা অবস্থান করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে।
[৩] বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে জাতিসংঘের সুপারিশ চূড়ান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এ সংবাদ সম্মেলন। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) পর্যালোচনা সভায় বাংলাদেশের এ উত্তরণের সিদ্ধান্ত নেয়া হয়। আজ ভোরে সিডিপির ত্রিবার্ষিক সভা শেষে জানানো হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে।
[৪] ২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। ওই সময় সিডিপি জানিয়েছিলো, উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বিবেচ্য মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকেই বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। তবে তা ছয় বছর ধরে রাখতে হবে। তিন বছর পরপর পর্যালোচনা করা হবে।
[৫] তিন বছর পর সিডিপির সেই ত্রিবার্ষিক পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হলো। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য চূড়ান্ত মনোনয়ন পেলেও আরও তিন বছর পর্যবেক্ষণে থাকবে বাংলাদেশ। ২০২৬ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদা দেওয়া হবে।
[৬] এলডিসি থেকে বের হওয়ার পর বাংলাদেশের বাণিজ্য সুবিধা কমে যাবে। তাই এখন থেকেই বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
[৭] এলডিসি তালিকা থেকে উত্তরণের জন্য জাতিসংঘ যে সূচকগুলো বেঁধে দিয়েছিলো, তার প্রায় সবগুলোতেই বাংলাদেশ ভালো করেছে। করোনা অতিমারিতেও বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রেখেছে। ২০১৮ সালের মূল্যায়নেও বাংলাদেশ সবগুলো সূচকে ইতিবাচক ফল অর্জন করেছিলো।
[৮] করোনা মহামারীর কারণে বাংলাদেশ প্রস্তাব দিয়েছে, উন্নয়নশীল দেশে উত্তরণের এ প্রস্তুতিকাল আরও দুই বছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করার। আজ ভোরে সিডিপির সদ্যসমাপ্ত বৈঠকে বাংলাদেশের এ প্রস্তাব মেনে নেয়া হয়েছে।