শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর রাজী:  হৃদয় বিদ্রোহ করেছে, জপে চলেছে একই কথা ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোমার রক্ষা নেই’

আর রাজী: হৃদয় বিদ্রোহ করেছে, জপে চলেছে একই কথা ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোমার রক্ষা নাই’-আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো প্ররোচনামূলক শ্লোগান না দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু যারা বলছেন, মুশতাককে খুন করেছে রাষ্ট্র; যারা বলছেন, মুশতাককে খুন করেছে এই সমাজ; যার বলছেন, মুশতাককে খুন করেছে জেলখানা কর্তৃপক্ষ; যার বলছেন, মুশতাককে খুন করেছে উন্নয়ন; যারা বলছেন, মুশতাককে খুন করেছে ডিজিটালদের নিরাপত্তা আইন; তারা ইতিহাস বিকৃত করছেন। তারা কেউ খুনি নয়। বাংলার রাজনীতির ইতিহাসে তাদের কোনো দিন খুনি হিসেবে উল্লেখ করা হয়নি। তারা খুনি হতে পারে না। এই রাষ্ট্রে, সমাজে, দেশে সর্বময় ক্ষমতার অধিকারী যে, তাকেই খুনি বলে চিৎকার করেছে রাজপথ। ইতিহাসও মিথ্যা বলে। খুনি খাজা নাজিমুদ্দিন, খুনি আইয়ুব, খুনি ইয়াহিয়া, খুনি মোস্তাক, খুনি জিয়া, খুনি এরশাদ, খুনি খালেদা হায় ইতিহাস। অথচ আমার অন্তর কেবলই বিলাপ করে চলেছে ‘আমার ভাই মুশতাক খুন হয়েছে। আমার ভাই মুশতাক খুন হয়েছে।’হায় আমার আল্লাহ, হৃদয় কেন মিথ্যা বলছে। মুশতাকভাই তো খুন হননি। কেউ খুন করেনি তাকে। খুনি নাজিমুদ্দিন, খুনি আইয়ুব, খুনি ইয়াহিয়া, খুনি মোস্তাক, খুনি জিয়া, খুনি এরশাদ, খুনি খালেদা  তারা তো কেউ দৃশ্যপটে নেই। তাহলে কে খুন করবে তাকে? কেন মনের মধ্যে ঘুরে ঘুরে একই কথা বেজে চলছে। ‘আমার ভাই মুশতাক খুন হয়েছে।’ হায়, মন কেন এতো অবুঝ।  খুনি নাজিমুদ্দিন, খুনি আইয়ুব, খুনি ইয়াহিয়া, খুনি মোস্তাক, খুনি জিয়া, খুনি এরশাদ, খুনি খালেদা, তারা তো কেউ দৃশ্যপটে নেই, তাহলে কে খুন করবে তাকে? যদি বলি মুশতাক খুন হয়েছেন, এতো ইচ্ছাকৃতভাবে মিথ্যা রটানো। এই মিথ্যা প্রতিরোধের জন্যই তো ডিজিটাল নিরাপত্তা আইন।

এই সত্য ভুলে যাব কেন আমরা? মুশতাক ভাই খুন হননি। আমার হৃদয় কেন সত্য বলছে না? মুশতাক খুন হননি। কুমিরচাষী মুশতাক সম্ভবত দুঃস্বপ্ন দেখছিলেন, একটা বিশাল কুমিরের পেটে চলে গেছে এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ, সরকার, সকল প্রতিষ্ঠান। এমন দুঃস্বপ্নের কারণেও তো একজন কুমিরচাষীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থাকতে পারে। পারে না কি? তাহলে হৃদয় কেন বিলাপ করে চলেছে, ‘খুন হয়েছে মুশতাক ভাই।’ কেন হৃদয়ে বেজে চলেছে পুরানো শ্লোগান ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোমার রক্ষা নাই’খুনি খাজা নাজিমুদ্দিন, খুনি আইয়ুব, খুনি ইয়াহিয়া, খুনি মোস্তাক, খুনি জিয়া, খুনি এরশাদ, খুনি খালেদা, তারা তো কেউ দৃশ্যপটে নেই, তাহলে কে খুন করবে মুশতাককে? নিশ্চয়ই মানুষের বিবেক সত্য বলবে, নিশ্চয়ই আমার হৃদয় সত্য বলবে, নিশ্চয়ই জিহ্বায় ঝলসে উঠবে সত্য শ্লোগান। আমি জানি, আমার ভাই, মুশতাক ভাইয়ের আত্মা শান্তি পাবে, যদি সত্য উচ্চারিত হয় আমার মুখে, এই দেশবাসীর মুখে। শহীদ আবরার, শহীদ মুশতাক তারা খুন হননি। কেউ তাদের খুন করেনি। তারা শহীদ হয়েছেন। ইতিহাস নিশ্চয়ই সত্য বলবে। আমার হৃদয় সত্য বলবে। আমার জিহ্বায় উচ্চারিত হবে সত্য। সত্য তো সেই বীজ, যা থেকে অঙ্কুরিত হয় মুক্তি। আমি মুক্তি চাই। কে না তা চায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়