শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: লেখার কারণে যেই রাষ্ট্র তার আপন নাগরিককে জেলে ঢুকায় সেই রাষ্ট্র কি সভ্য হতে পারে?

কামরুল হাসান মামুন: যুদ্ধ করে স্বাধীন করে এমন একটি দেশ বানিয়েছি যেখানে কেবল লেখার জন্য, বলার জন্য, কার্টুন আঁকার জন্য জেলে যায় আর ব্যাংক চোর, দুর্নীতিবাজ, প্রতারকরা থাকে রাজসম্মানে দুধেভাতে। মুস্তাককে আমি চিনি না। শুনেছি সে কুমিরের চাষ করত। স্বপ্ন দেখতো কুমির রফতানি করে বৈদেশিক মুদ্রা আনবে আর নিজে ভালো থাকবে এবং দেশকে ভালো রাখবে। প্রাণীকে যে ভালোবাসে সেকি কোন অন্যায় করতে পারে?

ব্রিটিশদের খেদিয়ে শাসক বদলিয়েছি। পাকিস্তানীদের খেদিয়ে শাসক বদলিয়েছি। কিন্তু একি? শাসকদের চরিত্রতো পাল্টায়নি। বরং এখন কষ্ট আরো বেশি লাগে যে নিজ দেশের শাসকরাই এখন তার আপন নাগরিকদের বলতে দেয় না, লিখতে দেয় না আঁকতে দেয় না। কেবল চায় সবাই শুধু জি হুজুর জি হুজুর করুক। এইটাকেতো এখন আমার দেশ মনে হয় না। অথচ দেশের এক বৃহৎ অংশের মানুষ এমন দেশকেই বাহবা দিয়ে যাচ্ছে কেবল যাপিত সময়টা ভালো থাকার জন্য। এরা কি একবারও এদের সন্তানদের কথা ভাবে না? বোঝে না যেই মৃত্যুপুরীকে আজ তারা কনসেন্ট দিল একদিন তাদের সন্তানরাই এর বলি হবে।

যখন থেকে মুশতাকের মৃত্যু সংবাদ শুনেছি তখন থেকে বুকটা চিনচিন করে ব্যথা করছে। ভাবছি তার স্ত্রীর কথা, ভাবছি তার সন্তানের কথা, ভাবছি তার বাবা-মায়ের কথা। শুনেছি দুদিন আগেও তাকে আদালতে সুস্থ দেখে এসেছে। আজ মানুষটা নাই হয়ে গেল। মুক্তি চাইতে গিয়ে আজীবনের জন্য মুক্ত হয়ে গেল। তবে আমাদের সবাইকে দায়ী করে গেল। আমরা যথেষ্ট প্রতিবাদ না করার দায়। তার সাথে কেবল কার্টুন আঁকার জন্য জেলে গিয়েছে আরো একজন। তার নাম কিশোর। শুনেছি তারও নাকি শরীর খারাপ। মুস্তাকের মৃত্যু সংবাদ শুনে কিশোরের পরিবার নিশ্চই অনেক দুশ্চিন্তার ভিতর দিয়ে যাচ্ছে।

আমাদের উচিত এই ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালা কানুন অবিলম্বে বাতিল করার দাবি জানানো। সভ্য দেশে এমন কোন আইন থাকতে পারে না। সরকার হবে থার্মোডিনামিক সিস্টেমের রিজার্ভারের মত যে সকল গালিগালাজ, সকল মত দ্বিমত, সকল প্রতিবাদ সহ্য করবে। সারা পৃথিবীর সভ্য দেশে এমনই হয়। দেখেননি আমেরিকার ট্রাম্পকে কিভাবে গালিগালাজ করেছে? ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা তাদের সরকারকে ক্রমাগত গালির মধ্যে রাখে। লেখা, বলা এবং আঁকার মধ্যে কোনধরনের সেন্সর থাকলে সেখানে সৃষ্টিশীল কাজ জন্মাবে না। আমরা আপেল বাগান চাই না। আমরা চাই বন যেখানে নানা জাতের, নানা বর্ণের গাছগাছালি আর পশুপাখি থাকবে। এটিই হউক শেষ মৃত্যু। এই কালা কানুনে আর একটি মৃত্যুও আমরা চাই না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়