শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২২ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর  ২৭ ফেব্রুয়ারি  প্রেসক্লাবে দুটি পদে নির্বাচন

তপু সরকার হারুন:  শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন  । ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ।

সাংবাদিক  মেরাজ উদ্দিন ও আদিল মাহমুদ উজ্জল নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন,।

গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, জিএম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পরে আগামী ২৭ ফেব্রুয়ারি শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্যরা মিলে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সে অনুযায়ী ২১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সাধারণ সম্পাদক পদে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ৭৭ জন ভোটারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।

প্রধান নির্বাচন কমিশনার  শরিফুর রহমান জানান, সাধারণ সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন এবং ২ জনের মনোনয়নই বৈধ। আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পদে ভোটগ্রহণ চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়