শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জো বাইডেন ডেমোক্রেট ঐতিহ্যই রক্ষা করেছেন, উদারপন্থী দলটির যুদ্ধবিরোধী ইমেজ থাকলেও তাদের প্রেসিডেন্টদের যুদ্ধের ইতিহাস নতুন নয়

আসিফুজ্জামান পৃথিল: [২] ডোনাল্ড ট্রাম্প একজন যুদ্ধবাজ মানুষ। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সারা বিশ্বে রক্তগঙ্গা বয়ে যাবে। ২০১৬ সালে এ কথা যেসব রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, তারা ভুল ছিলেন। ডোনাল্ড ট্রাম্প ৯০ দশকের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি বিদেশে কোনও যুদ্ধের সূচনা করেননি। তার নির্দেশেই ২০ বছর পর সেনা সরে আসে আফগান ভূমি থেকে, তালিবানদের সঙ্গে শান্তি আলোচনাও চলমান।

[৩] তবুও ট্রাম্প একজন যুদ্ধবাজ। ২০২০ সালের নির্বাচনী প্রচারেও ডেমোক্রেটদের মুখে মুখে এ কথা ঘুরেছে। বাইডেন আসবেন, পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে শান্তির সুবাতাস বইবে। মোটামুটি এই ছিলো প্রতিশ্রুতি। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার ১ মাসেই সিরিয়ায় হামলার নির্দেশ দিয়েছেন তিনি।

[৪] তবে বাইডেন প্রথম ডেমোক্রেট প্রেসিডেন্ট নন যিনি ক্ষমতায় এসে কোনও দেশে হামলার নির্দেশ দিয়েছেন। সিরিয়ান গৃহযুদ্ধের সূচনার সময় বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। তার প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনেক বিশেষজ্ঞই এই যুদ্ধ শুরুর জন্য সরাসরি দায়ি করে থাকেন। ওবামা অবশ্য নোবেলও পেয়েছেন।

[৫] রুজভেল্টের নির্দেশে জাপানে পারমাণবিক হামলা হয়েছে, ক্লিনটন ইরাকে হামলা করেছেন, ওবামা সিরিয়া আর লিবিয়ায়। যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট সবার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই। এরপর হয়তো আসে অন্য গল্পগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়