শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জো বাইডেন ডেমোক্রেট ঐতিহ্যই রক্ষা করেছেন, উদারপন্থী দলটির যুদ্ধবিরোধী ইমেজ থাকলেও তাদের প্রেসিডেন্টদের যুদ্ধের ইতিহাস নতুন নয়

আসিফুজ্জামান পৃথিল: [২] ডোনাল্ড ট্রাম্প একজন যুদ্ধবাজ মানুষ। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সারা বিশ্বে রক্তগঙ্গা বয়ে যাবে। ২০১৬ সালে এ কথা যেসব রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, তারা ভুল ছিলেন। ডোনাল্ড ট্রাম্প ৯০ দশকের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি বিদেশে কোনও যুদ্ধের সূচনা করেননি। তার নির্দেশেই ২০ বছর পর সেনা সরে আসে আফগান ভূমি থেকে, তালিবানদের সঙ্গে শান্তি আলোচনাও চলমান।

[৩] তবুও ট্রাম্প একজন যুদ্ধবাজ। ২০২০ সালের নির্বাচনী প্রচারেও ডেমোক্রেটদের মুখে মুখে এ কথা ঘুরেছে। বাইডেন আসবেন, পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে শান্তির সুবাতাস বইবে। মোটামুটি এই ছিলো প্রতিশ্রুতি। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার ১ মাসেই সিরিয়ায় হামলার নির্দেশ দিয়েছেন তিনি।

[৪] তবে বাইডেন প্রথম ডেমোক্রেট প্রেসিডেন্ট নন যিনি ক্ষমতায় এসে কোনও দেশে হামলার নির্দেশ দিয়েছেন। সিরিয়ান গৃহযুদ্ধের সূচনার সময় বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। তার প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনেক বিশেষজ্ঞই এই যুদ্ধ শুরুর জন্য সরাসরি দায়ি করে থাকেন। ওবামা অবশ্য নোবেলও পেয়েছেন।

[৫] রুজভেল্টের নির্দেশে জাপানে পারমাণবিক হামলা হয়েছে, ক্লিনটন ইরাকে হামলা করেছেন, ওবামা সিরিয়া আর লিবিয়ায়। যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট সবার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই। এরপর হয়তো আসে অন্য গল্পগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়