শিরোনাম
◈ জবির দুইজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে: ডিবি  ◈ খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ২৫ মার্চের মধ্যে: আইনমন্ত্রী ◈ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লালকার্ড দেখালো জবি শিক্ষার্থীরা ◈ ঈদে যানবাহনে ছাদে, ট্রাক-পিকআপে যাত্রী নেয়া যাবে না: হাইওয়ে পুলিশ প্রধান ◈ নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না: মির্জা ফখরুল ◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেডি গাগার প্রিয় কুকুর ছিনতাই, ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা

রাশিদ রিয়াজ : গত বুধবার রাতে রীতিমত ফিল্মী স্টাইলে লেডি গাগার ডগ ওয়াকার রায়ান ফিশারকে গুলি চালিয়ে তার কাছ থেকে দুটি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে যায় ছিনতাইকারী। হলিউডের লসএ্যাঞ্জেলেসে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর হাতে আধা স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। আহত অবস্থায় রায়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়ানের বুকে গুলি লেগেছে বলে পুলিশ নিশ্চিত করেছে মিডিয়াকে। বিবিসি

গাগার কুকুরদুটির নাম হচ্ছে কোজি ও গুস্তাভ। ছিনতাইয়ের সময় মিস এশিয়া নামে গাগার আরেকটি বুলডগ পালিয়ে গেলেও তাকে পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়। লেডি গাগা হিসেবে পরিচিত হলেও মার্কিন এ পপ তারকার আসল নাম স্টেফানি গেরমানোত্তা যিনি এখন রোমে রিডলি স্কটের গুচ্চি চলচ্চিত্রে কাজ করছেন। কুকুর ছিনতাইয়ের পর গুস্তাভ ও কোজিকে ফিরে পেতে ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন তিনি। এমনকি কুকুরগুলোর সন্ধান জানিয়ে KojiandGustav@gmail.com ঠিকানায় মেইল করলে কাউকে ‘কোনো প্রশ্ন করা হবে না’, বলছেন গাগার মিডিয়া প্রতিনিধিরা। লসএ্যাঞ্জেলেসের পুলিশ বলছে, ওইদিন স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে নর্থ সিয়েরা বনিতা অ্যাভিনিউর ‘অজ্ঞাত একটি স্থান থেকে গুলি চালিয়ে একজনকে আহত করা’ বন্দুকধারীকে তারা খুঁজছে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় সন্দেহভাজন কুকুর ছিনতাইকারী ঘটনাস্থল থেকে একটি সাদা গাড়িতে করে হলিউড বুলভার্ডের দিকে চলে যায়। তবে লেডি গাগার কুকুর ছিনতাই করতেই ওই হামলাটি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ কুকুরগুলো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও ২০১৭ সালে সুপার বোল হাফটাইম শো’তে গাগার সঙ্গী ছিল। মিস এশিয়া নামের কুকুরটির এমনকি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে।

তবে যুক্তরাষ্ট্রে ফ্রেঞ্চ বুলডগ ছিনতাই নতুন কোনো ঘটনা নয়। প্রায়শ এধরনের কুকুর ছিনতাইয়ে সংঘর্ষের মত ঘটনা ঘটে। কুকুর মালিকরাও পুলিশের কাছে পোষা প্রাণি হারিয়ে যাওয়ার কথা জানান। গত জানুয়ারিতে সান ফ্রান্সিসকোতে এক নারীকে বন্দুক ধরে তিন ব্যক্তি তার কাছ থেকে ৫ মাসের কুকুর ছানাটি ছিনিয়ে নেয়া যায়। ফ্রেঞ্চ বুলডগের জনপ্রিয়তা ও চাহিদা বিপুল। কিন্তু এ প্রজাতির প্রজনন খুবই কঠিন। বড় মাথা হওয়ার কারণে কৃত্রিম গর্ভধারণ ছাড়াও সিজারিয়ান করে ফ্রেঞ্চ বুলডগ বাচ্চার প্রসব করাতে হয়। এধরনের প্রজনন ও বাচ্চা হওয়াতে ২ থেকে ১০ হাজার ডলার খরচ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়