শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবুজে সবুজে ভরে গেছে দক্ষিনাঞ্চলের ইরি-বোরো ক্ষেত

আজিজুল ইসলামঃ[২] চলতি মওসুমে যশোর জেলার ৮ টি উপজেলায় ১ লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাঘারপাড়া উপজেলায় ১৫ হাজার ৪ শ’ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়েছে ।যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন বাঘারপাড়া উপজেলার ৯ টি ইউনিয়নে ১৫ হাজার ৪ শ’ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়েছে বলে জানান, বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন।

[৩] তিনি জানান, বর্তমানে কৃষকরা জমিতে ধানের চারা পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। গতবছর ধান ও চালের দাম ভালো পাওয়ায় অনেক প্রান্তিক ও বর্গাচাষি এবছর ইরি-বোরো চাষে ঝুঁকে পড়েছেন বলে আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে।

[৪] অন্যদিকে, চলতি মওসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় মোট ৩লাখ ৫৩হাজার ৭৮০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে যশোর জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে,ঝিনাইদহে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭হাজার ৪৪০ হেক্টর জমিতে, মাগুরায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার ৩৮৫ হেক্টর জমিতে, কুষ্টিয়ায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ২৮০ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার ৭২৫ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে।

[৫] সরেজমিনে গিয়ে দেখা গেছে, যশোর সদর উপজেলার, বাঘারপাড়া উপজেলার, ঝিকরগাছা উপজেলার, চৌগাছা উপজেলার এবং মাগুরা সদর উপজেলার মাঠের পর মাঠ জুড়ে ইরি-বোরো ধানের চারা লাগানোর এবং তা পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়