দেবদুলাল মুন্না: [২] ২০০৪ সালে বইমেলা থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়। পরদিন তার ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন । ওই মামলার আসামিরা হলেন- জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু। এর মধ্যে মিনহাজ ও আনোয়ার কারাগারে আছেন। তারা দু’জনই ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ পলাতক। আর হাফিজ মারা গেছেন।
[৩] হত্যা মামলার বিচারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তাই দ্রুতই মামলার বিচার কাজ সম্পন্ন হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন আজাদ হত্যায় হওয়া দু’টি মামলা ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকছুদা পারভীনের আদালতে বিচারাধীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকার মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু মনে করছেন হত্যা মামলাটি দ্রুতই বিচার শেষে রায় খুব শিগগিরই পাওয়া যাবে।
[৪] মামলার সরকারি কৌসুলি (পিপি) সাইফুল ইসলাম বলেন , গত ২৪ জানুয়ারি কারাগারে আটক দুই আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে পলাতক দুই আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করা হলে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৪ মার্চ। তিনি জানান,আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।