শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি যে ক্লাবেই যাক আমি স্বাগত জানাবো : মাসচেরানো

স্পোর্টস ডেস্ক : [২] চলতি মওসুমটা অনেক ঝড় তুফান মোকাবিলা করেই বার্সেলোনায় পার করলো লিওনেল মেসি। এবার তিনি কী করবেন?। পুরানো ঘর ছেড়ে নতুন বাসা বাধবেন? বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এ বিষয়ে আছে নানা জনের নানা ভাবনা। মেসির ক্লাব ও জাতীয় দলের একসময়ের সতীর্থ হাভিয়ের মাসচেরানো অবশ্য তার ভাবনার কথা বলেননি। দেননি কোনো পরামর্শও। জানালেন, বন্ধু হিসেবে বার্সেলোনা তারকার যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।

[৩] চলতি মৌসুম দিয়ে শেষ হচ্ছে বার্সেলোনায় মেসির চুক্তি। গত মৌসুম শেষে কাম্প নউ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে, চুক্তির শর্ত নিয়ে ক্লাবের সঙ্গে জটিলতায় সেটা আর হয়ে ওঠেনি। ইচ্ছের বিরুদ্ধে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

[৪] এরপর থেকে তার পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে অনেক খবর বেরিয়েছে। মেসিকে খুব করে পেতে আগ্রহী ফরাসি চ্যাম্পিয়নরাও মাঝেমধ্যে গণমাধ্যমে বলছেন সে কথা। মেসির ভবিষ্যৎ ঠিকানা হিসেবে ওঠা নানা গুঞ্জনে আছে ম্যানচেস্টার সিটির নামও।

[৫] সম্প্রতি লা লিগার একটি অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। সেখানেই এ ব্যাপারে নিজের মত জানান গত নভেম্বরে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ৩৬ বছর বয়সী মাসচেরানো। মেসির ব্যাপারে আমি কখনই তাকে কোনো পরামর্শ দেব না, কারণ সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। হ্যাঁ, বন্ধু হিসেবে তার যে কোনো সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো।

[৬] ৩৩ বছর বয়সী মেসি মাঠে আগের মতই ক্ষুরধার আছেন বলে মনে করেন মাসচেরানো। লা লিগার শুভেচ্ছাদূত নিযুক্ত হওয়ার পর সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আমার মনে হয় সে ভালো খেলছে। যদিও খেলাধুলার বিচারে বার্সেলোনা এখন সেরা সময়ে নেই। আগের ১৫ বছরের তুলনায় চলতি মৌসুমে তার শারীরিক ভাষা ও খেলায় কোনো পরিবর্তন আসেনি।

[৭] ক্লাব পর্যায়ে মাসচেরানো সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে আট বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ জিতেছেন মোট ১৯টি শিরোপা। - বিডিনিউজ/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়