শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে পিছিয়ে নারীরা, সূচকে বাংলাদেশের অবস্থান ৪৯ দশমিক ৪

ফাহমিদা তিশা: [২] বুধবার বিশ্বব্যাংকের উইমেন বিজনেস অ্যান্ড দ্য ল ২০২১ ইনডেক্স প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলাচলের স্বাধীনতা, কর্মক্ষেত্রের সমতা, মজুরি, বিবাহ, পিতৃত্ব-মাতৃত্ব, উদ্যোগ, সম্পদ ও পেনশন এই আটটি সূচকের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়। প্রতিটি সূচকের সর্বোচ্চ নম্বর ১০০। তারপর গড় করা হয়। ২০২০ সালের প্রতিবেদনেও বাংলাদেশের একই স্কোর ছিল।

[৩] আট সূচকের মধ্যে অবাধ চলাফেরায় শতভাগ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের নারীদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ায় বাধা নেই। অন্যান্য সূচক কর্মক্ষেত্রের সমতায় বাংলাদেশ পেয়েছে ৫০, মজুরির ক্ষেত্রে ২৫, বিবাহে ৬০, মাতৃত্বে ২০, উদ্যোগে ৭৫, সম্পদে ৪০ ও পেনশনে ২৫। সব মিলিয়ে গড় দাঁড়ায় ৪৯ দশমিক ৪। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

[৪] দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থান নেপালের, এরপর ভারতের। নেপালের সূচক ৮০ দশমিক ৬ পয়েন্ট এবং ভারতের ৭৪ দশমিক ৪। তারপর ৭৩ দশমিক ৮ পয়েন্ট নিয়ে আছে মালদ্বীপ। ভুটান ৭১ দশমিক ৯, শ্রীলঙ্কার ৬৫ দশমিক ৬ এবং পাকিস্তান রয়েছে ৫৫ দশমিক ৬ পয়েন্টে। এই অঞ্চলে শুধু আফগানিস্তানের ওপরে রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্ট ৩৮ দশমিক ১।

[৫] প্রতিবেদনে পৃথিবীর ১০টি দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ পুরোপুরি অবাধ যাদের স্কোর ১০০।  সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়