সুমাইয়া ঐশী: [২] পরিস্থিতি মোকাবেলায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, চালু হয়েছে হেল্পলাইন।
[৩] সারা বিশ্বের মতোই দীর্ঘদিন বন্ধ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর ব্যাপক প্রভাব পড়েছে শিশুদের ওপর। দীর্ঘদিন বাড়িতে বন্দী থেকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। অনেকে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। আনাদলু এজেন্সি
[৪] মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা বেশি দেখা যাচ্ছে শহর, বিশেষ করে ঢাকার শিশুদের মধ্যে। একটি জরিপ বলছে, ৫৫ শতাংশ শিশু বাড়িতে থাকার কারণে হতাশায় ভুগছে, ৪২ শতাংশ শিশুর জীবন কষ্টদায়ক হয়ে উঠেছে এবং ৫২ শতাংশ করোনার প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
[৫] ইউনেস্কোর হিসাব মতে, বিশ্বের ১৪৪ টি দেশের ১.২ বিলিয়ন শিক্ষার্থী করোনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
[৬] বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।
[৭] জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিটিউটের মহাসচিব ড. হেলাল উদ্দীন আহমদ বলেন, করোনার মধ্যে এই ধরনের শিশুর সংখ্যা অনেক বেড়েছে। একটি গবেষণা বলছে, শিশুদের আচরণগত পরিবর্তন, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং দিনে ঘুমিয়ে রাতে জেগে থাকার প্রবণতা বেড়েছে। [৮] তিনি বলেন, এথেকে বেরিয়ে আসার জন্য পরিবারের সহায়তা দরকার । শিশুদের কোয়ালিটি টাইম দিতে হবে। সম্পাদনা: রায়হান রাজীব