শরীফ শাওন: [২] এমপিওভুক্তির ঘোষণা ৩১ মার্চের মধ্যে না আসলে ৬ এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও আন্দোলনের বিষয়ে জানান বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ।
[৩] বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে গত ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি টানা তিন দিন জেলায় জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া ১৮ ফেব্রুয়ারি থেকে সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হয়।
[৪] সংগঠনের সদস্য সচিব মোস্তফা কামাল বলেন, বিধি মোতাবেক নিয়োগ পাওয়া সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে প্রতিমাসে মাত্র ১২ কোটি এবং বছরে ১৪৪ কোটি টাকার বাজেট বরাদ্দ দিলেই সমস্যার সমাধান হবে। মানবেতর জীবন থেকে মুক্তি পাবে সাড়ে ৫ হাজার পরিবারের সদস্যরা। অথচ বিগত ২৮ বছর ধরে আমরা বঞ্চিত হয়েছি।
[৫] অভিযোগ জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজে তা দেওয়া হচ্ছে না। দীর্ঘ ২৮ বছর থেকে শান্তিপূর্ণ আন্দোলন-কর্মসূচি করেও বেতনভাতা থেকে আমরা বঞ্চিত।