শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের টিকা গ্রহণের পরেও আক্রান্তের সম্ভবনা থাকে-তবে মৃত্যুরঝুকিঁ কম: আইইডিসিআর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এসএম আলমগীর আরও বলেন, ভ্যাকসিন গ্রহণের পর যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তবে মারাত্মক সংক্রমণের ঝুকিঁকম থাকবে। অর্থাৎ টিকা মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি সংক্রমণ থেকেও রক্ষা করবে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকা গ্রহণ করলেও সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে তিনি জানান।

[৩] করোনাভাইরাস জাতীয় টিকা বিতরণ সংক্রান্ত কোর কমিটির সদস্য ও আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এতথ্য জানিয়েছেন। আরও বলেন, প্রতিষেধক টিকা নিলে কেউ করোনায় আক্রান্ত হবেন না, এমন কোনো নিশ্চয়তা বিজ্ঞানীরা দেননি। টিকা নেওয়ার পর কেউ আক্রান্ত হলে তার সংক্রমণ হবে মৃদু।

[৪] অর্থাৎ টিকা মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি মারাত্মক সংক্রমণ থেকেও রক্ষা করবে। টিকা গ্রহণের কতদিন পর অ্যান্টিবডি তৈরি হয়, এমন প্রশ্নের জবাবে বলেন, টিকা গ্রহণের ১৪ থেকে ২১ দিনের মাথায় শরীরে অ্যান্টিবডি তৈরি হতে থাকে।ওই অ্যান্টিবডি তৈরি হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তখন আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

[৫] করোনা থেকে সুরক্ষায় আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার পরামর্শ করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে টিকাই একমাত্র উপায় নয়। মূলত আমাদের আরও সচেতন হতে হবে। সাবধানতার জন্য শারিরীক দূরত্বসহ দুই হাতে মুখ চেপে হাঁচি-কাশি ও সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুতে হবে। এটাই মূলত করোনা থেকে সুরক্ষার মূলমন্ত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়