মিনহাজুল আবেদীন: [২] সোমবার ইসলামিক ওয়াজ বগুড়া ইউটিউব চ্যানেলে যুক্তিবাদী হযরত মাওলানা এ কথা বলেন।
[৩] গোলাম রব্বানী বলেন, আমাদের সব মুসলমান ভাইদের চরিত্র ভালো করতে হবে। ‘আজকের দেশের অবস্থা হয়ে গেছে বউ তুমি কার’। এ ধরনের চরিত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, আর দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী।
[৪] তিনি বলেন, বিয়ের আগে কোনও পুরুষ যদি কোনো নারীর সঙ্গে পরকীয়া করে, তাহলে বিয়ের পরে সেই ব্যক্তি ওই ধরনের বউ পাবেন। ফলে সব যুবক এবং পুরুষদেরকে ভালো হতে হবে। মনে রাখতে হবে, আমি ভালো থাকলে আমার স্ত্রীকেও আমি ভালো এবং সৎ পাবো। আবার কোনও নারী যদি সৎ হয়, তবে তার স্বামীও একজন হক এবং নেককার হবেন।
[৫] তিনি আরও বলেন, নাসিম যে বিয়ে করেছে ক্রিকেটের ইতিহাসে তা কালো একটি অধ্যায়, যা কোনও খেলোয়াড়ের ভাগ্যেই জোটেনি। তবে যুব সমাজের সব যুবক ভাইদের আরও সর্তক হতে হবে। যাকে তাকে মডেল ভাবা যাবে না। মুসলমান ভাইদের মডেল হবেন একমাত্র হযরত মুহাম্মদ (সা:)। আমাদেরকে রাসুলের আদর্শকে অনুসরণ করতে হবে। হৈ হুল্লোড়র, ডিজে পার্টি, ফেসবুকে ছবি ভাইরাল করা যাবে না। তাতে পাপের বোঝা আরও বাড়বে। যাকে তাকে বিয়ে করে সমাজকে কুলষিত করা যাবে না। এ ব্যাপারে আমাদের প্রশাসনের লোকদের আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
https://www.youtube.com/watch?v=uFuCSMcATWM