শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃৎশিল্প টিকিয়ে রাখতে সহায়তা চান নীলফামারীর কারিগররা

স্বপ্না আক্তার : [২] আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্পের জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিক, সিলভার বা মেলামাইনের তৈরি নানা রকম আধুনিক সামগ্রী। এসব পণ্য বাজার দখল করায় প্রাচীন ঐতিহ্যহারিয়েছে তার জৌলুস। তবু আশাহতো হননি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া চন্দ্রপাল পাড়ার মৃৎশিল্প কারিগররা। পূর্বের তৈজষ পণ্যেরচাহিদা একবারে কম। বেড়েছে কাঁচামালের দাম আগুনে পোড়াতে খরচ হচ্ছে দ্বিগুণ। মূলধনের অভাবে বিলুপ্তির পথে প্রাচীন এ ঐতিহ্য।

[৩] ইতিহাস ঐতিহ্যের পাতায় চোখ রাখলে দেখা যায় একসময়ের মৃৎশিল্পের কথা। আগে এখানকার মাটির তৈরি পণ্য দিয়ে বিভিন্ন জেলার তৈজসপণ্যের চাহিদা পূরণ হতো। চাহিদা কমে যাওয়ায় ও দিন দিন পেশা বদলিয়ে অন্য পেশায় যোগ দিচ্ছে কারিগররা। পরিবেশ বান্ধব হওয়ায় এ ঐতিহ্য টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক ঋণ ও পরবর্তী প্রজন্মকে নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বংশ পরম্পরায় বয়ে আসা হারানো প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখতে পারবে বলে ধারণা মৃৎশিল্পীদের।

[৪] বাবা দাদার কাছ থেকে শেখা ৭০ বছরের সিন্ধুবালা রাণী পাল বলেন, এক সময়ে আমাদের তৈরি জিনিস খুব বিক্রি হতো। এখন আর আগের মতো হয় না। মাটির ও লাকড়ির দাম বেড়ে যাওয়া দিনের মজুরি তুলতে পারি না। এখন এই শেষ বয়সে পেটের দায়ে ক্ষতি হলেও এসব কাজ করতে। কিন্তু ছেলে-মেয়েদের নিয়ে চিন্তা হয়। আমাদের না হয় এভাবে দিন যাচ্ছে তারা কি করে খাবে।

[৫] ৮০ বছর বয়সের লক্ষী চন্দ্র পাল বলেন, প্লাটিক, মেলামাইন, সিলভারের ও সিরামিক্সের তৈরি জিনিসপত্রের কারণে আমাদের মাটির তৈরি জিনিসের চাহিদা কমে গেছে। দিন মজুরি না হলেও পেট কোন রকমে চলে। করোনাকাল থেকে একদম ব্যবসা বন্ধ হয়ে আছে। কোন পাইকার আসে না। আমরাও বাইরে বিক্রির জন্য নিতে পারিনি। দিনগুলো অনেক কষ্টে পার করতে। আর এখকার খরচ বাড়ায় সুদের ওপর টাকা নিয়ে কাজ করতে হয়। সরকার বা কোনও সংস্থা যদি সাহায্য করতো আমাদের জন্য এ শিল্পটাকে টিকিয়ে রাখা সম্ভব হতো।

[৬] জেলা সমবায় অফিসার আব্দুস সবুর বলেন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে কাজ করে এ অফিস। তেমনি মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজির সমন্বয়ে একটা বড় ধরনের সমিতি গঠন করে দেয়ার চিন্তা ভাবনা চলছে। সম্পাদনা:  জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়