শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ৫ অটোরিকশা ও মসজিদ পুড়িয়েছে দুর্বৃত্তরা

নুর উদ্দিন : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঋণ নিয়ে কেনা পরিবারের আয়ের একমাত্র উৎস মিশুক অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় পুড়ে গেছে পাশের পাঞ্জেগানা একটি মসজিদ।

[৩] বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোজাফ্ফর সুকানী টেকে এ ঘটনা ঘটে।

[৩] ক্ষতিগ্রস্ত আবদুর রশীদ বলেন, ‘কে বা কারা রাতে আমার ৫টি অটোরিকশায় আগুন দিয়ে চলে যায়।আগুন দেখে মানুষের চেঁচামেছি শুনে এসে দেখি আমার ঘর ও ৫ টি অটোরিকশা গাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।আগুন নিভে যাওয়ার পর সেখানে তেলের টিন পেলাম।রাতে গাড়ী রাখার সময় এটা ছিলোনা। এখন কোথায় থেকে আসলো?আমাদের মনে হচ্ছে এ আগুন কেউ লাগিয়েছে।

[৪] তিনি বলেন, ‘গত ১ বছর আগে ঋণের মাধ্যমে সিএনজি অটোরিকশা গুলো কিনেছিলাম। আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল গাড়ি গুলো।আমার ৫ টি মেয়ে।নিজে চালিয়ে ও ভাড়ার টাকায় সংসারের খরচ চালাতাম।গত মাসে ৩ টি গাড়ীর ব্যাটারি নষ্ট হয়,এরপর আবার ঋন নিয়ে ব্যাটারি কিনেছি। এখন একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।’ভাড়ায় চালানো ড্রাইভার আবু ছায়েদ বলেন,আমরা এ গাড়ী চালিয়ে পরিবার চালিয়েছি।এখন গাড়ী গুলো পুড়ে যাওয়ায় আমরা খুবই বিপাকে পড়েছি।

[৫] এ বিষয়ে চরপার্বতী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল কামরুল বলেন, ‘৭ নম্বর ওয়ার্ডের রশীদের ৫টি মিশুক অটোরিকশায় ও একটি পাঞ্জাগানা মসজিদের কিছু অংশ পুড়ে যায়। আমরা খবর নিচ্ছি, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি দৈনিক আমাদের নতুন সময়কে বলেন, ৫ টি মিশুক অটোরিকশা পোড়ার ঘাটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়