শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের প্রভাব মোকাবেলা করতে বাইডেন-ট্রুডো একাট্টা

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভার্চুয়াল বৈঠকে চীনকে মোকাবেলায় একমত হয়ে বলেছেন তারা দ্বিপাক্ষিক বিষয়গুলোতে আরো সমন্বয়ের ওপর জোর দেবেন এবং নর্থ আমেরিকান এ্যারোস্পেস ডিফেন্স কমান্ডকে আরো আধুনিক করে গড়ে তুলবেন। এসময় দুই নেতা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একযোগে কাজ করার অঙ্গীকার করেন। স্পুটনিক ইন্টারন্যাশনাল

[৩] বাইডেন বলেন ট্রুডোর সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর্থসামাজিক উন্নয়নে তারা এক সঙ্গে কাজ করতে একমত হয়েছেন। নিরাপত্তা নিয়েও তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করবেন।

[৪] বাইডেন আরো বলেন ট্রুডোর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে কথা বলেছেন। আঞ্চলিক ও বিশ^ব্যাপী উদ্বেগের বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষত চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও কানাডার স্বার্থ সমুন্নত রাখার ব্যাপারেও কথা হয়েছে।

[৫] চীনে আটক দুই কানাডার নাগরিককে মুক্ত করার ব্যাপারে উভয় দেশ একক প্রচেষ্টা চালাবে বলে বাইডেন উল্লেখ করেন। সীমান্ত অপরাধ দমনেও দুই দেশ যৌথ প্রচেষ্টা চালাবে।

[৬] দুই নেতা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরো শক্তিশালী করে জৈবিক হুমকি প্রতিরোধে এক সাথে কাজ করতে এবং ব্যাপক ধ্বংসের অস্ত্রের প্রসারের বিরুদ্ধে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে নিবিড় সহযোগিতা করতে একমত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়