পরিবেশের কথা বিবেচনা করে দেশ-বিদেশে বাড়ছে পাটজাত পণ্যের ব্যবহার। পাট রপ্তানিকারক দেশ হিসেবে খুলনা অঞ্চল থেকে কাঁচাপাট ও পাটের সুতার রপ্তানি হয়ে আসছে। প্রতিবছর কাঁচাপাট রপ্তানি হয়ে থাকে ১০ থেকে ১২ লক্ষ বেল। কিন্তু এই বছর এখন পর্যন্ত ৩ লক্ষ বেল কাঁচা পাট রপ্তানি হয়েছে।
কাঁচা পাটের সঙ্গে বিদেশে চাহিদা বাড়ছে পাটের সুতার। এ কারণে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ২০ টি সুতা রপ্তানীর কল। এই মৌসুমে পাটের দাম বাড়ার কারণে কৃষকরা লাভবান হলেও কিছু অসাধু ব্যবসায়ী পাট মজুদ করে সুবিধা ভোগের অভিযোগ রপ্তানীকারকদের।
খুলনা সুপার জুট মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ ফিরোজ আহমেদ বলেন,প্রান্তিক কৃষকরা এবার সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। তারা একসঙ্গে সব পাট বিক্রি না করে কিছু কিছু করে বিক্রি করেছেন।’বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের কার্যনিবাহী কমিটির সদস্য এস এম সাইফুল ইসলাম পিয়াস জানান,’এত দামের পাট তারাও তো বিক্রি করতে পারছে না।’
বিদেশে পাটের সুতার চাহিদা বৃদ্ধি এবং যোগান সীমিত হওয়ার কাঁচা পাটের দাম বাড়ছে বলে জানায় পাট অধিদপ্তর। খুলনা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক রাধে শ্যাম নাথ বলেন,’এ বছর প্রকৃতিগতভাবে পাট উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। ডিমান্ড বেড়েছে। এ কারণে দাম বেড়ে গেছে। ডিবিসি নিউজ