শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার জেলার ৩.৯১ শতাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায়: সানেম’র জরিপ

শরীফ শাওন: [২] জরিপে বলা হয়, গ্রামের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাজীবন অনিশ্চয়তায় ৪.৪১ শতাংশ এবং শহরে ১.৬৫ শতাংশ। এসকল শিক্ষার্থীদের মধ্যে ছাএ ৩.৫২ এবং ছাত্রী ৪.০৩ শতাংশ।

[৩] কুড়িগ্রামে ৬২ শতাংশ, সাতক্ষীরায় ৫৬, রাজশাহীতে ৩৯ এবং বরগুনায় ৪৬ শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সুযোগ পাননি। অর্থাৎ চার জেলায় অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত ৫১ শতাংশ শিক্ষার্থী। চার জেলায় ৫৮ শতাংশ শিক্ষার্থীর ডিজিটাল ডিভাইস ছিলো না। এসকল শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ শতাংশ এবং ছাত্রী ৬৫ শতাংশ।

[৪] মঙ্গলবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে জরিপটি প্রকাশ করা হয়েছে।

[৫] জরিপে জানা যায়, চারটি জেলায় মজুরি বা বেতনভুক্ত কর্মচারী বা কর্মকর্তাদের মধ্যে করোনাকালে ২৮ শতাংশ লোকের আয় অপরিবর্তিত রয়েছে, বেড়েছে ২ শতাংশের।

[৬] উদ্যোক্তাদের মধ্যে লাভ কমেছে ৮২ শতাংশের, অপরিবর্তিত ১৫ শতাংশ এবং বেড়েছে ৩ শতাংশের। ব্যবসা বা অর্থনৈতিক কর্মকাণ্ড সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে হয়েছে ৩১ শতাংশের।

[৭] জরিপে আরও বলা হয়েছে, ৪০ শতাংশ নারি জানিয়েছেন তারা গণপরিবহনকে নিরাপদ বোধ করেন। ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে ৬৫ শতাংশ নারীর, ফেসবুক ও ইউটিউব ব্যবহার করেন ১৪ শতাংশ নারী, পরিবার পরিকল্পনা সম্পকে ধারণা আছে ৬৫ শতাংশ নারীর। তবে বিবাহিতদের মধ্যে এই হার ৬৭ শতাংশ, অবিবাহিতদের মধ্যে ৫৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়