শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগের জেলায় ১৬ দিনে করোনা টিকা নিলেন ২ লাখ ১০ হাজার মানুষ

আফরোজা সরকার: [২] রংপুর বিভাগের আট জেলায় করোনার টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েই চলছে। টিকাদান কেন্দ্রগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড়। গতকাল সোমবার পর্যন্ত বিভাগের ৮ জেলায় ২ লাখ ১০ হাজার ৬৫৭ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন ও নারী ৭১ হাজার ৭৭৯ জন।

[৩] রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা কেন্দ্রের বুথে গত কয়েক দিনের তুলনায় মানুষের সংখ্যা বেড়েছে। টিকা নিতে কেউ চেয়ারে বসে আবার কেউবা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। স্বেচ্ছাসেবীরা টিকা কার্ড যাচাই করে একে একে নির্ধারিত বুথে পাঠাচ্ছেন। বুথে টিকা নেওয়া শেষে তারা আধা ঘণ্টার জন্য বিশ্রাম নিচ্ছেন।

[৪] কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মমিনুল ইসলাম বলেন, প্রথম দিকের তুলনায় এখন টিকা নিতে মানুষের ভিড় বাড়ছে। টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ পেশাজীবীদের সম্পৃক্ত করা হচ্ছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

[৫] রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার রংপুরে ৩ হাজার ৭৩২ জন, পঞ্চগড়ে ১ হাজার ৩৮৪ জন, নীলফামারীতে ২ হাজার ৯৪০ জন, লালমনিরহাটে ১ হাজার ৫২৩ জন, কুড়িগ্রামে ২ হাজার ১৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৩৮৩ জন, দিনাজপুরে ৪ হাজার ১৫০ জন এবং গাইবান্ধায় ২ হাজার ৫৭ জনসহ মোট ২০ হাজার ৩১৮ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪১৮ জন ও নারী ৭ হাজার ৯’শ জন।

[৬] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী বলেন, রংপুর বিভাগে ৮ জেলায় দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকাদান কর্মসূচি চলছে। আগের তুলনায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হয়েছেন এমন কোনও খবর পাওয়া যায়নি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়