শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারবালায় হযরত হোসাইনের কবরের কাছে কা’বার প্রতিকৃতি, বিশ্ব মুসলিমের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট : ইরাকের কারবালায় হুসাইন ইবনে আলী রা.-এর কবরের নিকটে পবিত্র কা’বার অনুরুপ নির্মিত একটি প্রতিকৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর আলবালাদ নিউজ

খবরে বলা হয়, ইরাকের কারবালায় সাইয়েদুনা হযরত হুসাইন ইবনে অলী রা.-এর মাজারের নিকটে পবিত্র কাবার অনুরূপ আকৃতিতে নির্মিত একটি ভাস্কর্যের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ইরাকসহ বিশ্বের মুসলমানদের মাঝে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি করে। কারণ এটি মুসলমানদের প্রাণকেন্দ্র কা’বা শরিফের সাছে জঘন্য বেয়াদবি।

 

 

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কিছু সাধারণ পর্যটক আগ্রহভরে তা দেখছে৷ কেউ কেউ সম্মান প্রদর্শনের জন্য ভক্তিভরে চুম্বনও করছে। কবরের একজন দায়িত্বশীল জানায়, ভাস্কর্যটি দুদিনের জন্য এখানে রাখা হয়, এরপর তা আবার অপসারণ করা হয়।

তিনি আরও জানান, প্রতিবছর আশুরা ও হুসাইন রা.-এর জন্মদিন উপলক্ষে এটা মাজারের সামনে রাখা হয়। এটা কারবালার স্মৃতি ও ঐতিহ্য৷ আগে এটা হুসাইন রা.-এর জন্ম এবং তাজিয়া মিছিল উপলক্ষে বেলুচিস্তানের এক চত্বরে রাখা হতো। প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এ প্রথা বাতিল করে দিয়েছিলো। এখন আবার তা চালু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়