শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৬ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪টি উড়োজাহাজ সরিয়ে নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

রাশিদুল ইসলাম : [২] যান্ত্রিক ত্রুটিতে বিস্ফোরণে বিমানের ডানায় আগুন লেগে যাওয়ার পর বোয়িং ৭৭৭-এর ২৪টি উড়োজাহাজের চলাচল যুক্তরাষ্ট্রে স্থগিত করছে ইউনাইটেড এয়ারলাইনস। ডেইলি মেইল

[৩] বোয়িংয়ের এধরনের ইঞ্জিনের ২৪টি উড়োজাহাজ রয়েছে যুক্তরাষ্ট্রে। জাপান ও দক্ষিণ আফ্রিকা একই ইঞ্জিন ব্যবহার করলেও জাপান ইতিমধ্যে সব ফ্লাইট স্থগিত করেছে।

[৪] বিশ্বে এধরনের ইঞ্জিন নিয়ে বিভিন্ন এয়ারলাইন্স ৬৯টি উড়োজাহাজ পরিচালনা করছে।

[৫] কলোরাডোর ডেনভারে শনিবার আগুন লেগে যাওযার পর উড়োজাহাজটির জরুরি অবতরণের সময় নিচের একটি এলাকায় খসে পড়ে ইঞ্জিনের ধ্বংসাবশেষ। অল্পের জন্য রক্ষা পায় কয়েকটি বাড়ি।

[৬] যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, আকাশে ওড়ার কিছুক্ষণ পর বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজটির ডানদিকের ইঞ্জিনে বিস্ফোরণ হওয়ার পর আগুন লেগে যায়।

[৭] উড়োজাহাজটিতে ২৩১ জন যাত্রীর পাশাপাশি ১০ জন ক্রু ছিলেন। কেউ হতাহত হননি। বিচক্ষণ পাইলট তার দক্ষতায় নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। পরে অন্য একটি উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

[৮] ওই উড়োজাহাজটির এক যাত্রী ডেভিড বলেন, ‘ভয়ংকরভাবে প্লেন কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল আমরা নিচে পড়ে যাচ্ছি। ভেবেছি এই বুঝে মরে গেলাম।’

[৯] পাইলট বিপদের ঘোষণা দেয়ার পর অনেক যাত্রী চিৎকার করে কাঁদতে থাকেন। অনেকে মেঝেতে শুয়ে পড়ার চেষ্টা করেন। উড়োজাহাজটি অবতরণের স্থানে আশে পাশের মানুষ বিকট শব্দ শুনে এগিয়ে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়