শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতির ক্ষতি ১ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন, পরমাণু অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তাদের অর্থনীতিতে এক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তিনি এর ক্ষতিপূরণ দাবি করেছেন। এদিকে আরেক টুইটার বার্তায় জাভেদ জারিফ দাবি করেন, ইসরাইলের পরমাণু কেন্দ্র নিয়ে ইউরোপ কিছু বলছে না। তারা দ্বৈতনীতি পালন করছে।

আলজাজিরা ও পার্স টুডের বরাতে জানা যায়, জাভেদ জারিফ গতকাল দেশটির রাষ্ট্রীয় প্রেস টিভিকে দেওয়া দীর্ঘ সাক্ষাত্কারে বলেন, আন্তর্জাতিক পরমাণু চুক্তি নিয়ে যখন আবার আলোচনা শুরু হবে তখন আমরা ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করব। তিনি এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর ট্রাম্প ইরানের সব খাতে নিষেধাজ্ঞা দেন। তিনি জানান, ট্রাম্প নতুন করে ৮০০ নিষেধাজ্ঞা জারি করেন। আর পরমাণু চুক্তির আগে জারি করা ৮০০ নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেন ট্রাম্প।

টুইটার বার্তায় জাভেদ জারিফ পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলোর দ্বৈতনীতির তীব্র সমালোচনা করে বলেছেন, এই অঞ্চলে পারমাণবিক বোমা তৈরির একমাত্র কারখানা হলো ইসরাইলের দিমোনা। স্যাটেলাইট চিত্র ও আমেরিকার ফেডারেশন অফ সায়েন্টিস্টদের বক্তব্য অনুযায়ী, ইসরাইল ঐ দিমোনা পরমাণু অস্ত্রাগারের সম্প্রসারণ করে যাচ্ছে। আমেরিকা ও ইউরোপ কিন্তু এ বিষয়ে অন্ধ নীতি অনুসরণ করে নীরব ভূমিকায় আছে। তাদের যত উদ্বেগ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে। সুতরাং তাদের মুখে উদ্বেগের কথা বেমানান। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়