শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্তানের দু-বেলা দু-মুঠো ভাতের জন্য সংগ্রাম করে যাচ্ছে লক্ষ্মীপুরের নৌকার মাঝি মায়া বেগম

জাহাঙ্গীর লিটন: [২] শক্ত হাতে সংসারের হাল ধরতে নৌকার মাঝি হয়ে জীবন সংগ্রামে লড়ছেন মায়া বেগম নামের লক্ষ্মীপুরের এক নারী। সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের ওয়াপদা খালে খেয়া পারাপারেই দিন যাপন করছেন তিনি।

[৩] যাত্রীদের থেকে নেয়া টাকায় স্বামীর রেখে যাওয়া তিন কন্যা সন্তানকে নিয়ে এখন ঢিমেতালে চলছে তার সংসার। এদিকে মায়ের কষ্ট লাঘবে তিন কন্যার রয়েছে উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্নও। এমন প্রেক্ষাপটে দারিদ্রতা কিংবা পৃষ্টপোষকতার অভাবে তাদের স্বপ্ন পূরণের বাস্তবতা কোথায় থমকে দাঁড়ায় তা জানেনা কেউই। তবে ওই নারীর পাশে দাঁড়ানোর আশ^াস দিলেন স্থানীয় প্রশাসন। একই সঙ্গে মায়ার মতো অন্যদের পাশেও থাকবেন বলে জানালেন জেলা প্রশাসক।

[৪] সরেজমিন, লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি ইউনিয়নের তালহাটি ও চাঁদখালি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ওয়াপদা খালে গিয়ে দেখা যায়। খালটির এপাড় ওপাড়ে তালহাটি ও চাঁদখালি গ্রামে বাস করেন শত শত মানুষ। প্রতিদিন দুই গ্রামের খাল পাড়ের বাসিন্দা, কৃষক, শিক্ষার্থী, নারীরা স্থানীয় একটি খেয়া পারাপার হতে হয়। আর তাদের পারাপারের একমাত্র মাধ্যম হলো মায়া বেগমের নৌকা। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শক্ত বৈঠা হাতে নৌকার মাঝি হয়ে অক্লান্ত পরিশ্রমের চাপ পড়ে তার শরীরে। তবুও থামেনি ব্যাতিক্রমী এ নারী। প্রতিদিন যাত্রী পারাপার করে জনপ্রতি ৫ টাকা হারে গড়ে মায়া বেগমের আয় হয় ১০০ থেকে ১৫০ টাকা। কখনো কেউ টাকা দেয় আবার কেউ দেয়না। ফলে কোনদিন ৫০-৬০টাকাও আয় হয় তার। তা দিয়েই নুনে-ভাতে ঢিমেতালে তার সংসার চলে বলে জানান মায়া।

[৫] মায়া আরো জানায়, তিন মেয়েকে নিয়ে স্বামীর সংসারে ছিলেন মায়া। হঠাৎ করে প্রায় ৮-১০ বছর আগে সংসার চালানোর অক্ষমতায় তাদের ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান তার স্বামী। পরিবারের আর কেউ উপার্জনক্ষম না থাকায় সমাজের সাথে আপোষহীনভাবে সংগ্রামী হয়ে উঠেন মায়া। এরপর জীবন-জীবিকার বাস্তবতায় হাতের ব্যাথায় মলম পড়ে রোজ, তবে মনের ক্ষত শুকায়না তার। স্থানীয় তালহাটি গ্রামে নিজেদের বাড়ীতে সন্তানদের নিয়ে মায়ের ঘরের পাশে খুপড়ি ঘরে বসবাস করেন তিনি। আর শক্ত হাতে সংসারের হাল ধরতে বৈঠা হাতে নৌকার মাঝি হলেন জীবন যোদ্ধা নারী ।

[৬] সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে একাই জীবনযুদ্ধে লড়ছেন তিনি। মায়ার বড় ও মেঝো মেয়ে এবার চাঁদখালী উচ্চ বিদ্যালয়ে এবং ছোট মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করছেন। যে নৌকা দিয়ে তার সংসার চলে, সেটিও পুরানো হয়ে গেছে এখন। কোন সাহায্যতো মিলেনা। কষ্ট করে মেয়েদের পড়াশুনা চালাতে হচ্ছে বলে জানান তিনি।

[৭] স্কুলে পড়ুয়া মেয়েরা জানান, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকুরী করে মায়ের কষ্ট লাঘব করতে চান তারা।

[৮] এদিকে এলাকাবাসী বলছেন সরকারি- বেসরকারি উদ্যেগ গ্রহণের মাধ্যমে মায়ার ভাগ্য পরিবর্তন হতে পারে। অন্যদিকে মায়ার মতো ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে একই গ্রামের মারজাহান বেগম নাজমা, পাশের গ্রামের ফেন্সিসহ জেলার বিভিন্ন স্থানে অনেক নারীরাই এখন স্বামী পরিত্যক্তা হয়ে সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান স্থানীয়রা। তাদের সরকারি সহযোগিতার আহবান জানান গ্রামবাসী।

[৯] এসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, নৌকায় জীবন চলা সংগ্রামী নারী মায়ার পরিবার ও তার সন্তানদের দায়িত্ব নেবে প্রশাসন। এছাড়া মায়ার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সুবিধাবঞ্চিত নারীদেরও পাশে দাঁড়াবেন বলে আশ^াস দেন জেলা প্রশাসক। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়