ওয়ালিউল্লাহ সিরাজ: [২] শনিবার নয়া দিল্লির আদালত খালাসপ্রাপ্ত ৩৫ বিদেশি নাগরিককে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। ইন্ডিয়ান এক্সেপ্রেস ও মুসলিম মিরর
[৩] মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রধান অরুণ কুমার গার্গ বলেন, এরা সবাই আগেই আদালত থেকে খালাস পেয়েছেন। তাদের বিরুদ্ধে কোভিড-১৯ ছড়িয়ে দেওয়া ও সরকারি নির্দেশ লঙ্ঘনের অভিযোগ ছিলো। পুশিলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো আপিল করা হয়নি।
[৪] আদালতের এই নির্দেশের পর বিদেশি নাগরিকদের পাসপোর্ট হাতে পেতে আর কোনো বাধা থাকলো না।
[৫] আদালতের আদেশে আরও বলা হয়েছে, তাদের মধ্যে কারোরই কোভিডের কোনো উপসর্গ ছিল না। তাদের পক্ষ থেকে কোনো গাফিলতিমূলক কাজেরও প্রমাণ পাওয়া যায়নি।
[৬] গত বছরের ডিসেম্বরে ১৪টি দেশের এই বিদেশি নাগরিকদের খালাস দেওয়ার সময় আদালত বলেছেন, রাষ্ট্রপক্ষ ১২ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দিল্লির নিজাম উদ্দিন মারকাজে তাদের উপস্থিত প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।