শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৩ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ইলেকট্রনিক্স ব্যবসার নামে ইয়াবার কারবারী আটক পুলিশের হাতে

রাজু চৌধুরী : ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে এ্যাপসের মাধ্যমে এক ইয়াবা বিক্রয়কারীকে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ২৬,৩০০/- টাকা সহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার ২০ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়স্থ ফুলকলির সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আব্দুল করিম (৩৯) কে আটক করে। পুলিশ জানায় ধৃত আসামিরা দুই ভাই রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে। তাদের পিতা-মৃত আব্দুল গনি, মাতা-রাবেয়া খাতুন,  সাতকানিয়া থানার বারদোনা, দোভাষীরপাড়া, আরাপার বাপের বাড়ি এলাকার বাসিন্দা এবং

তাদের ব্যবসা প্রতিষ্ঠান তৌহিদ এন্টারপ্রাইজ ২১/২৬ এসএন ইসলাম মার্কেট, বাহার লেইন রিয়াজ উদ্দিন বাজার, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম।ইলেকট্রনিক্স দোকানে ইয়াবা মজুদ করে ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা ছিল তাদের মূল ব্যবসা।

থানা সূত্রে জানা যায়, এসআই মোঃ আরাফাত হোসেন সঙ্গীয় অফিসার এএসআই জয়নাল আবেদীন, এএসআই মোঃ আবুল মনছুর, কনস্টেবল আলী হোছাইন ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ পেয়ে  আসামীকে আটক করে। এ ব্যাপারে এসআই আরাফাত হোসেন বলেন, ধৃত আসামিকে  ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইয়াবা ট্যাবলেট আছে এবং বিক্রয় করে বলে স্বীকার করে। ধৃত আসামী মোঃ আব্দুল করিম (৩৯) এর দেহ তল্লাশি করে তার পরিহিত পাঞ্জাবির পকেট হতে ইয়াবা ট্যাবলেট এবং  টাকা জব্দ করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে ইলেকট্রনিক্সের ব্যবসা করে। আসামী উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা হইতে সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকা সহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় একাধিক এ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে ইয়াবা বিক্রয় করে। থানা সূত্রে আরও জানা গেছে,  কিছুদিন পূর্বে ডিবি কর্তৃক সাউন্ড বক্সের মাধ্যমে ৬০০০ পিস ইয়াবা পাচারকালে গ্রেপ্তার হয় আব্দুল করিম এবং জামিনে এসে সে পুনরায় ইয়াবা পাচারকালে শনিবার গ্রেপ্তার হয়। সূত্র আরও জানায়়, আসামীর ভাই আব্দুল খালেক প্রকাশ বাবলা ১১,৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজার জেলার রামু থানা পুলিশ গ্রেপ্তার করে, আসামীর ভাই বর্তমানে জেল হাজতে আটক আছে।

এসআই মোঃ আরাফাত হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করলে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ০১টি মামলা রুজু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়