শিরোনাম
◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৭ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভ জন্মদিন সম্পাদক নাসিমা খান মন্টি

প্রভাষ আমিন: নাসিমা খান মন্টিকে দেখে আমি বারবার অবাক হই। প্রথম দেখায় যে কেউ ভাববেন তিনি বাংলাদেশের আর দশজন নারীর মতই সাধারণ একজন সংসারী নারী। তিন কন্যার গর্বিত মা। ঢাকায় তিন কন্যার তদারকি করা যে কি ঝক্কির কাজ; সেটা যারা করেন, তারা বুঝবেন ভালো। নিছক তিন কন্যার পড়াশোনা করানোতেই দায়িত্ব শেষ নয়। মন্টির তিন কন্যাই নিজ গুণে গুনান্বিতা। কেউ ছবি আঁকছে, কেউ গাইছে, কেউ গিটার বাজাচ্ছে। এইটুকু শুনে কেউ ভাবতে পারেন, মন্টি একজন দায়িত্বশীল মা। কিন্তু যখন শুনবেন নাসিমা খান মন্টি চারটি জাতীয় গণমাধ্যমের পূর্ণকালীন সম্পাদক, তখন আমার মত আপনারাও অবাক হবেন। আমার বিস্ময়ের কারণ হলো, তিন কন্যা এবং সংসার সামলানোর পর কীভাবে তিনি চারটি জাতীয় গণমাধ্যমের সম্পাদকের দায়িত্ব পালন করতে পারেন। যখন জানবেন, মন্টির স্বামীর নাম নাঈমুল ইসলাম খান, তখন নিশ্চয়ই আপনারা ভাববেন, ও বুঝছি, নামকাওয়াস্তে সম্পাদক, স্বামীর পত্রিকায় স্ত্রীর নাম সম্পাদক হিসেবে ছাপা হতেই পারে। এখানেই আমার বিস্ময় আকাশ ছোঁয়। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি, মন্টি একজন পূর্ণকালীন সম্পাদক। দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি, ডেইলি আওয়ার টাইম, আমাদের সময়ডটকম- এর নিউজ তো বটেই, সামলান অর্থ-বাণিজ্য পুরোটাই। স্বামীর পত্রিকায় স্ত্রীর সম্পাদক হওয়ার মত হাইয়াই বিষয় নয় মোটেই।

নাসিমা খান মন্টি যে হঠাৎ করে নিজেদের পারিবারিক পত্রিকায় সম্পাদক সম্পাদক বনে গেছেন, ব্যাপারটি তেমনও নয়। সম্পাদক হওয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন ধাপে ধাপে। আজ তিনি যে পত্রিকাগুলোর সম্পাদক ২০০৪ সাল থেকে এই পত্রিকায় তিনি সহ-সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। ধাপে ধাপে পালন করেছেন বিভিন্ন দায়িত্ব। ২০১০ সাল থেকে তিনি ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল এটিএন নিউজে সহ-সম্পাদক হিসেবে পুর্ণকালীন হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ রোটায় দিনের বিভিন্ন সময়ে তো বটেই এমনকি রাতেও কাজ করেছেন। এটিএন নিউজে আমরা কেউ তাকে ভাবি ডাকতে পারিনি। তিনি নাঈমুল ইসলাম খানের স্ত্রী হিসেবে নয়, কাজ করেছেন নাসিমা খান মন্টি হিসেবেই। এটা মানতেই হবে নাঈমুল ইসলাম খানের স্ত্রী হিসেবেই তিনি চারটি জাতীয় গণমাধ্যমের সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তবে দায়িত্ব যাতে নামকাওয়াস্তে না হয়, সে জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন। এখানেই নাসিমা খান মন্টি আর সবার চেয়ে আলাদা।
শুভ জন্মদিন সম্পাদক নাসিমা খান মন্টি।

লেখক : হেড অব নিউজ, এটিএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়