শিরোনাম

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল বোমার ভয় দেখিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা, আটক ১

সুজন কৈরী : রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে নকল বোমা দিয়ে ভয় দেখিয় একটি স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ। আটকৃতের নাম সাইফুল।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শনিবার রাতে বোমার মতো দেখতে একটি বস্তু নিয়ে বায়তুল মোকাররম মার্কেটের একটি স্বর্ণের দোকানে যায় সাইফুল। পরে দোকানদারের কাছে স্বর্ণ দাবি করে। না দিলে বোমা মারার হুমকি দেয়। এরপর দোকানদার ও আশপাশের হকাররা মিলে পালানোর চেষ্টাকালে সাইফুলকে ধরে ফেলে। পরে টহলরত পুলিশ গিয়ে তাকে আটক করে।

ওসি জানান, সাইফুলের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটি পরীক্ষা-নীরিক্ষা করে জানা গেছে যে, সেটি নকল বোমা। একটি বোতলে লাল স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ও ব্যাটারি দিয়ে এটি তৈরি করেছিল সাইফুল।
ওসি বলেন, সাইফুল একজন ছিনতাইকারী। স্বর্ণের দোকানটিতে ছিনতাই করতে গিয়েছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়