শরীফ শাওন: [২] শ্রমিকরা জানান, ২০১৯ সালের নভেম্বরে কারখানাটি বন্ধ হওয়ায় মানবতের জীবনযাপন করছে। এসময় বিগত ৩ বছরের অর্জিত ছুটি, বকেয়া বেতন ভাতা ও মৃত্যুকালীন সুবিধা পরিশোধ, গ্রুপ বিমা নবায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট চালু করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
[৩] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে তারা আরও বলেন, শ্রমিকরাই মালিকদের বিলিয়ন ডলার আয় করে দিয়েছে, তখন বেশি আয় থেকে শ্রমিকদের বাড়তি অর্থ দেওয়া হয়নি। এখন করোনার অযুহাতে নানা তালবাহানা করছে।
[৪] তারা বলেন, আমরা লে-অফ চাই না, কাজ চাই, কাজ করেই বাঁচতে চাই। এ সময় লে-অফ প্রত্যাহারের সুষ্ঠু সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।