শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইটভাটা ও শিল্প কারখানায় হুমকির মুখে গাজীপুর সাফারি পার্ক

শিমুল মাহমুদ: [২] প্রাকৃতিক শালবন আর জীববৈচিত্রের এক মিলন মেলা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। অনুকুল পরিবেশ থাকায় দেশি-বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজনন বাড়ানোর অংশ হিসেবে ২০১১ সালে গাজীপুর জেলার পীরুজালী গ্রামে ৪৯০৯ একর বন ভূমিতে এটি গড়ে উঠে।

[৩] গেল ৯ বছরে বন্যপ্রাণী প্রজননে পার্কটি সফলতা অর্জন করলেও এর আশেপাশে গড়ে উঠেছে সাগর প্লাষ্টিক, ফরচুন গার্মেন্টস, স্টিল কারখানা বিটো, সার কারখানা ও ইটভাটাসহ নানা শিল্প কারখানা।

[৪] ঢাকা বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন বলেন, এ ধরণের বনভূমির ৫ থেকে ৭ কিলোমিটারের মধ্যে শিল্প কারখানা থাকা হুমকি স্বরুপ। শিল্প কারখানার ফলে দুষিত পদার্থ বায়ু, মাটি, পানিতে যুক্ত হচ্ছে। বনের গাছপালার পাতায় জমা থাকা দুষিত পদার্থে ফলে জৈবনিক প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়ে গাছগুলো মৃত্যু হয়। এতে করে গাছের উপর নির্ভরশীল প্রাণীকে মরতে হয় খাদ্যের অভাবে।

[৫] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, নির্মল পরিবেশে থাকায় এখানকার প্রাণীগুলোকে প্রজনন করা যাচ্ছে। এসব এলাকায় যদি শিল্পকারখানা নির্মাণ বন্ধ করা না হয় তাহলে ভাওয়ালের গড় এলাকা যতো টুকু জীববৈচিত্র্য টিকে আছে তা বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। যদি পুরো এলাকার পানি ও বাতাস দুষিত হয়ে যায় তাহলে এখানকার সমস্ত প্রাণী মারা পড়বে।

[৬] বঙ্গবন্ধু সাফারি পার্কের এসিএফ তাবিবুর রহমান বলেন, স্থানীয় জেলা প্রসাশক ও পরিবেশ অফিসকে জানানো হয়েছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়