শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রাহকের ৫০ কোটি টাকা হাতিয়ে ঋণদান সমিতি লাপাত্তা, সড়ক অবরোধ করে বিক্ষোভ ভুক্তভোগীদের

সুজন কৈরী: [২] গ্রাহকদের জমা রাখা ৫০ কোটি টাকা নিয়ে পালিয়েছে স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমিতি নামক ঋণদানকারী প্রতিষ্ঠান। এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত মানুষ। প্রায় ৪০ মিনিট সড়কটি অবরোধ করে রাখার পর পুলিশ গিয়ে আইনগত ব্যবস্থার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছাড়েন।

[৩] বিক্ষোভকারীদের অভিযোগ, যাত্রাবাড়ির ধলপুর এলাকায় স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে ১৯ বছর ধরে চালিয়ে আসছিলো। সমিতিতে প্রায় তিন হাজার সদস্য ছিল। অনেক সদস্য সরকারি চাকরির পেনশনের টাকাও এই সমিতিতে রেখেছিলেন। প্রায় প্রত্যেকের প্রায় তিন থেকে চার লাখ টাকা করে জমা ছিলো সমিতিতে। প্রায় ৫০ কোটি টাকা নিয়ে এক মাস ধরে উধাও হয়ে গেছে সমিতিটি। তাদের কার্যালয়ও বন্ধ। স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিকভাবে সহযোগিতা চাইলেও কোনও প্রতিকার না পাওয়ায় সড়ক অবরোধ করেন তারা।

[৪] এ বিষয়ে যাত্রবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) আয়ান মাহমুদ বলেন, শুক্রবার দুপুরে গোলাপবাগ সড়ক করে বিক্ষোভ করে গ্রাহকরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে কমিউনিটি সেন্টারে নেয়া হয়। সেখানে থানার ওসি মাজহারুল ইসলাম বিক্ষোভকারীদের বুঝিয়ে বলেন যে, এই ঘটনায় থানায় অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিক্ষোভকারীরা অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

[৫] পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, ঋণদানকারী ওই প্রতিষ্ঠানের মালিক গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে ভারতে আছেন। প্রায় একমাস আগের হলেও কোনও গ্রাহক থানায় অভিযোগ করেন নি বা অবহিতও করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়