শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফেসবুকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন শিহিলার মার্ক জুকারবার্গকে ‘অর্থের দাস’ আখ্যা দিলেন

দেবদুলাল মুন্না: [২] একটি নতুন আইনের বিরোধিতা করতে গিয়ে অস্ট্রেলিয়ায় খবর প্রচার বন্ধ করেছে ফেসবুক। খবর শেয়ার করতে পারবেন না অস্ট্রেলিয়ানরা। এ ঘটনায় গতকাল শুক্রবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নিন্দা করেছেন স্টিফেন শিহিলার। তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ফেসবুকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ফেসবুক ও মার্ক জুকারবার্গ ক্ষমতা ও অর্থের দাস। খবর , টেকডটনেট ও শ্লিলাইট টাইমস।

[৩] অস্ট্রেলিয়ার গণমাধ্যমের জন্য নতুন আইনের নাম ‘নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফরমস মেন্ডেটরি বারগেইনিং কোড’। এ আইনটি করার পেছনের একটি উদ্দেশ্য হচ্ছে, যাতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরগুলো ফেসবুক ব্যবহার করলে তারা টাকা পেমেন্ট যেন সংবাদমাধ্যমগুলোকে টাকা পেমেন্ট করে। কিন্তু এ আইন করতেই ফেসবুক অস্ট্রেলিয়ার সঙ্গে এমন আচরণ দেখিয়েছে।

[৪] এ আইন করার ফলে গত বৃহস্পতিবার থেকে কোনও সংবাদমাধ্যমের ফেসবুক পেজে যেতে পারছেন না ব্যবহারকারীরা। অস্ট্রেলিয়ার বাইরের দেশগুলোর ব্যবহারকারীরাও দেশটির সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না।

[৫] ২০১৭ সালে ফেসবুক থেকে পদত্যাগ করা স্টিফেন শিহিলারএমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণে অস্ট্রেলিয়ানদের ফেসবুক অ্যাপস ডিলেট করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এটি ফেসবুকের জন্য অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা হবে।

[৬] অস্ট্রেলিয়ানদের উদ্দেশ্যে স্টিফেন শিহিলার বলেছেন, ফেসবুকে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর প্রকাশ বন্ধ করা উচিৎ হয়নি। আমি ফেসবুকের একজন কর্মকর্তা ছিলাম বলে গর্বিত। তবে আমি হতাশ হয়েছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়