শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে গাছ শুষে নেয় কালো ধোঁয়া

ডেস্ক রিপোর্ট: যানবাহন জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশকেও ঝুঁকিতে ফেলছে। এগুলোতে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার বেশিরভাগই বায়ুদূষণের অন্যতম কারণ। সম্প্রতি কিছু বৈদ্যুতিক গাড়ি তৈরি হলেও জ্বালানির ব্যবহার হ্রাসে তা উল্লেখযোগ্য নয়। বায়ুদূষণ তো আর থেমে নেই। এর থেকে কিছুটা রেহাই দেয় উদ্ভিদ। সমকাল

এবার ব্যস্ত সড়কগুলোর জন্য সুখবর দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য সড়কের পাশে বিশেষ গুল্মজাতীয় উদ্ভিদ রোপণ করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের দ্য রয়্যাল হর্টিকালচার সোসাইটি। কোটোনাস্টার নামের এই গুল্ম অন্যান্য উদ্ভিদের চেয়ে গাড়ির ধোঁয়া শোষণে ২০ শতাংশ বেশি কার্যকর বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।

গবেষকরা বলেন, নগরীর ব্যস্ত সড়কগুলোতে গাড়ির নিঃসরণ করা ধোঁয়া কোটোনাস্টারের ঘন ও চিকন পাতার সাহায্যে ছাঁকার ক্ষমতা অবিশ্বাস্য। একটি গাড়ি ৫০০ মাইল চলার পথে যে পরিমাণ ধোঁয়া বাতাসে ছাড়ে, তা মাত্র সাত দিনে শোষণ করতে পারে এ উদ্ভিদ।

বায়ুদূষণ রোধে কোটোনাস্টার আদর্শ ও বিস্ময়কর গাছ। এটি রোপণ করে একই সঙ্গে শব্দদূষণও কমানো সম্ভব বলে দাবি করেছেন সোসাইটির প্রধান গবেষক ড. তিজানা ব্লানুসা।

তিনি বলেন, বায়ুদূষণ রোধে উদ্ভিদের ভূমিকা জানতে দুই হাজার ৫৬ জন মানুষের মধ্যে জরিপ চালিয়েছে দ্য রয়্যাল হর্টিকালচার সোসাইটি। এতে ধোঁয়া ছেঁকে বায়ুদূষণমুক্ত করার ক্ষেত্রে কোটোনাস্টারের উল্লেখযোগ্য কার্যকরিতা পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়