শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকন রেজা:  লা জওয়াব অবস্থা চারদিকে, ‘হতভম্ব’  মানুষ!

কাকন রেজা: কিংকর্তব্যবিমূঢ় বলে এটা কথা আছে বাংলায়। যার অর্থ ‘হতভম্ব, হতবুদ্ধি’। চারিদিক দেখে আমাদের অবস্থা তাই। হতভম্ব। তবে আমাদের বুদ্ধি ‘হত’  হয়নি। সাংবাদিক গোলাম মোর্তোজা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন কাদের বুদ্ধি ‘হত’ হয়েছে। ‘হত’ মানে নিহত হওয়া বুদ্ধি নিয়ে যখন কেউ বুদ্ধিজীবী সাজতে যান সমস্যাটা তখনই বাঁধে। তাদের সেই সাজসজ্জা দেখে আমরা ‘হতভম্ব’ হয়ে পড়ি। মৃত বুদ্ধি যেকোনো কাজের জিনিস না, খবরের ভাষায় ‘ডেড নিউজ’, তা তারা বুঝতে চান না। বোঝানেরও উপায় নেই। কেন নেই জানতে চাইলে, আমরা ‘লা জওয়াব’।

গণমাধ্যমকে খোদ নিজের জন্য যখন ‘মিডিয়া ব্রিফিং’ করতে হয়, তখন আমরা সত্যিই ‘লা জওয়াব’। ‘ইয়া নাফসি’ অবস্থা। ‘হতভম্ব’ হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। একজন ব্যবসাদারের চাপের মুখে দেশের প্রথম শ্রেণির একটি নিউজ পোর্টাল যখন অন্যদের অসহায় ব্রিফ করে, তখন ‘ভম্ব’ ‘হত’ হয় অবশ্যই। ভেবে দেখতে হয়, অবস্থা দাঁড়িয়েছ কোথায়। দাঁড়ানোর আর জায়গা আছে কিনা, উল্টো এমন প্রশ্নও যদি কেউ করে বসেন, তারও জবাব নেই। আমরা ‘লা জওয়াব’।

কী জবাব দেবো বলুন তো। কী বলবো। যে দেশে ঘুমন্ত অবস্থায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা হয়। সামান্য কথা কাটাকাটির জের ধরে একজন শিক্ষার্থীকে ছুরি মারা হয়। একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়। তখন আর বলার আর জবাবের কী থাকে। আমাদের দেশের নারীবাদীরা কথায় কথায় লাফিয়ে ওঠেন। এই যে তরুণী শিক্ষার্থী লাঞ্ছিত হলেন, কই তাদের উলম্ফন দৃষ্টিগোচর হলো না। ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর হামলা হলো, শিক্ষকদের অনুভ‚তি আহত হলো না। তারা বিবৃতির লম্বা ফর্দ করলেন না। বললেন না, আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, এর বিচার করতে হবে, না হলে আমরাও রাজপথে যাবো। না, বলেননি, বলার কথা নয়। কেন নয়, তা জানতে চাইলেও আমরা বরাবরের মতো ‘লা জওয়াব’।

যাকগে ‘জওয়াব’যখন ‘লা’তখন গোপালের একটা গল্প বলি। গোপাল ভাঁড়কে একবার গ্রামের পঞ্চায়েত প্রধান বানানো হলো। মানুষজন সমস্যা নিরসনের জন্য আসতে শুরু করলো গোপালের বাড়ি। লোকজন আসে গোপালকে ডাকে, কিন্তু গোপাল উত্তর দেয় না। মানুষজন ডেকে ডেকে ফিরে যায়। এমন কিছুদিন চলার পর গোপালের গিন্নি প্রশ্ন করে,‘হ্যাগো, এই যে লোকজন তোমাকে ডেকে যাচ্ছে তুমি জবাব দিচ্ছো না কেন?’ গোপালের তাৎক্ষণিক উত্তর, ‘আরে ডাকুক না। যতো বেশি ডাকবে ততোই না লোকে জানবে আমি পঞ্চায়েত প্রধান হয়েছি।’না, ভুল বুঝবেন না। আমাদের ‘লা জওয়াব’পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য নয়। পঞ্চায়েত অধীন হওয়ার জন্য। সে আরেক গল্প। আরেকদিন বলা যাবে।  লেখক : সাংবাদিক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়