শেখ সাইফুল ইসলাম:[২] ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল দেশের ৩২৩ ইউপিতে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
[৩] প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বুধবার কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। মার্চের প্রথম সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
[৪] সংশ্লিস্ট তথ্য মতে, বাগেরহাট : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়ামানসা, নলধা মৌভোগ, শুভদিয়া; মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, আটজুড়ি; চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, চরবানিয়ারী; কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল; রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী; মোংলার চাঁদপাই, বুড়িরডাঙ্গা, চিলা, মিঠাখালী, সোনাইতলা, সুন্দরবন; মোরেলগঞ্জের পঞ্চকরণ, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মোরেলগঞ্জ, খাউলিয়া; শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা, সাউথখালী।