শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] চালু হলো ‘সুরক্ষা’ অ্যাপ, অসুস্থদের জন্য সুব্যবস্থা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ ও মহসীন কবির: [২] বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই অ্যাপ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, ‘এখন থেকে যেকোনো ব্যক্তি সরাসরি নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ সিস্টেমটা আরও সহজ হয়ে গেল এবং রেজিস্ট্রেশনের গতি আরও বেড়ে গেল।’

[৩] আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, অ্যাপ চালু হওয়ায় স্বাস্থ্যকর্মীদের এখন কম্পিউটার ব্যবহার করতে হবে না। তারা এখন টিকা কার্ডের কিউআর কোড স্ক্যান করবেন। এতে কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেইজে সংরক্ষিত টিকাগ্রহীতার তথ্য যাচাই ও আপলোড হয়ে যাবে। তবে সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারবে না।

[৪] পার্শ্ব-প্রতিক্রিয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত এমন কোনো অঘটনের কথা আমরা শুনি নাই যে কোনো ব্যক্তি শারীরিকভাবে খুবেই অসুস্থ। প্রমানিত হয়েছে সবচেয়ে এই টিকাটি ভালো এবং সবচেয়ে সহনশীল।’

[৫] নিবন্ধের পর এসএমএম পাওয়ার ক্ষেত্রে ধীরগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগে নিবন্ধনের গতি স্লো। ৭ দিনে নিবন্ধন হয়েছিলো মাত্র ১৫ হাজার। এর পরের ৭ দিন নিবন্ধন হচ্ছে লাখ লাখ। কাজেই গতি একটু কমবেই।

[৬] তিনি জানান, ২২ ফেব্রুয়ারি ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ২০ লাখ টিকা আসছে। মার্চে আরো বেশি টিকা পাওয়া যাবে। একই সঙ্গে ‘ডব্লিও এইচ ও’ এর সঙ্গে যোগাযোগে রাখা হচ্ছে। সেখান থেকে বড় সংখ্যার টিকা পাবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

[৭] স্পট নিবন্ধনের বিষয়ে জাহিদ মালেক বলেন, এখন যেভাবে নিবন্ধন হচ্ছে আমরা সেভাবে চিন্তা করছি। যেহেতু মানুষের অনেক সাড়া পাচ্ছি; কাজেই স্পট নিবন্ধন এ মুর্হুতে আর করছি না। আগামীতে প্রয়োজন হলে তখন সেটা আবার দেখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়