শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় টিকা নিতে আসলে অবৈধ অভিবাসীদের আটক করা হবে না

শেখ সেকেন্দার আলী: [২] মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন ফ্রি সহ অবৈধ অভিবাসীরা ভ্যাকসিন নিতে আসলে তাদের আটক করা হবে না বলে ঘোষণা দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খায়রী জামালউদ্দিন দিয়েছেন।

[৩] বুধবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী খায়রী জামালউদ্দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশটিতে বৈধ- অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসীরা যদি টিকার আওতায় না আসে তাহলে আমরা নিরাপদ নয়। তবে বৈধ অভিবাসীরা ভ্যাকসিন নিতে আসবে।

[৪] কিন্তু তাদের মধ্যে অবৈধভাবে অবস্থান করা অভিবাসীরা হয়তো আটকের ভয়ে ঘরে বসে থাকবে। আমারা তাদের ( অবৈধ অভিবাসীদের) বলতে চাই, আপনারা নির্ভয়ে টিকা নিতে আসুন। আমরা আপনাদের আটক করবো না। এসময় তিনি আরো বলেন, আমরা বিদেশি মিশন থেকে শুরু করে বিভিন্ন এনজিওর সাথে এ ব্যাপারে কথা বলবো। যেন কেউ টিকা নিতে ভয় না পায়।

[৫] আমি মনে করি এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, যা জানাতে হবে যাতে তারা টিকা দেওয়ার জন্য নির্দ্বিধায় এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসে।

[৬] উল্লেখ্য দেশটিতে আগামী ২৩ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিন পৌঁছনোর কথা রয়েছে এবং ‌প্রথম টিকা নিবেন দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসমিন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়