শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৭ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ খাল দখল দখলদারদের উচ্ছেদ করতে হবে : ইউএনও সাইফুর রহমান

মনিরুজ্জামান: [২] জেলার বোরহানউদ্দিনে মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুর রহমান অবৈধ খাল দখলদারদের উচ্ছেদের উপর গুরুত্বারোপ করেন।

[৩] বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন,
বাংলাদেশে সুপেয় পানির অফুরন্ত সম্ভাবনা রয়েছে। নদীনালা, খাল-বিল, পুকুরসহ সবরকম জলাশয় দখল ও দূষণের কারণে পানির আধার ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে পানি সঙ্কট বৃদ্ধি পাচ্ছে।

[৪] এছাড়া জলাশয় দখল ও দূষণের শিকার হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। ব্যাহত হচ্ছে ইরি উৎপাদনের লক্ষ্যমাত্রা।নদী দখলকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জিরো টলারেন্স’ দেখিয়েছেন। এমতাবস্থায় পানির উৎস, দখল ও দূষণ রোধসহ পরিবেশ উন্নয়নে সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখলেই জলাধার দূষণ ও দখল রোধ করা সম্ভব।

[৫] তিনি বলেন, প্রভাব খাটিয়ে নদী দখল করা যাবে না। শুধু নদী দখল নয়, যেকোনও ধরনের দখল ও দুর্নীতির বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ দেখিয়ে যাবো। অবৈধ দখল উচ্ছেদে আমরা শিগ্রহী মাঠে নামব ।উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবো।

[৬] সভায় অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিন মামলার পরিসংখ্যান তুলে ধরে বলেন, এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম নাজমুস সালেহীন জানান মঙ্গলবার রাত্রে অবৈধ বেহুন্দিজাল দিয়ে মাছ্ শিকার করায় ৪ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

[৮] এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়