শিরোনাম

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৩ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শুধু দেশেই নয়, বিদেশেও বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় স্মারক বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন ও ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথমবার ভাষণ দিয়েছিলেন।

[৩] তিনি ১৯৫২ সালে করাচিতে সংবাদ সম্মেলনে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবি তোলেন।

[৪] ভাষা আন্দোলনকে স্বাধীনতার পূর্বসুরি উল্লেখ করে মোমেন বলেন, আমরা স্বাধীনতার সংগ্রামের দিকে অগ্রসর হই এবং স্বাধীনতা অর্জনকরা সম্ভব হয়েছে।

[৫] ২১ ফেব্রুয়ারির আন্দোলনের ফলেই আমরা ধারাবাহিকভাবে আমাদের স্বকীয়তা বজায় রেখেতে পেরেছি।

[৬] মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করার কারণেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল ও জীবনের অধিকাংশ সময় তাকে জেলে কাটাতে হয়।

[৭] তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন।

[৮] পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলনের ইতিহাসগুলো তুলে ধরার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিবনগর বলেন, ৩২ নম্বর বলেন, টুঙ্গিপাড়াসহ ঐতিহাসিক স্থানগুলোতে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হলে এতে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়