শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে সরকার: আ ক ম মোজাম্মেল হক

আনিস তপন:  [২] বুধবার (১৭ ফেব্রুয়ারি)  সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।

[৩]  কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। সিসিটিভি, টাওয়ার স্থাপনসহ অন্যান্য ব্যবস্থার কার্যক্রম ৯০ ভাগ নেয়া হয়েছে।

[৪] বৃহত্তর দিনাজপুর ও চট্টগ্রাম জেলাকে (কক্সবাজার সহ)কে মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে একটি পাইলট প্রকল্প নেয়া হবে।

[৫] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটি প্রকল্প বাস্তবায়নে কার্যপরিধি তৈরী করবে।

[৬] মাদকসেবী, বিক্রেতা, সহযোগীদের চিহ্নত করা হবে। মাদক বানিজ্যের টাকা কোথায় যায়, কাদের কাছে যায় তা খুঁজে বের করা হবে
সরকারি নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে।কলেজ-বিশ্ব বিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট করা হবে।সরকারি চাকরিতে কর্মরতদের বিষয়ে এ সংক্রান্ত অভিযোগ পেলে তাদেরও ডোপ টেস্ট করা হবে। এজন্য নীতিমালা করা হচ্ছে।

[৭] বৈঠকে বিভিন্ন সোস্যাল মিডিয়ার দপ্তর ঢাকায় স্থাপনের বিষয়ে বিটিআরসিকে বলা হয়েছে। ফেসবুক, ইউটিউব, গুগলসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র বিরোধী, কুরুচিপূর্ণ, অপপ্রচার, অপসংস্কৃতি প্রচার করা হয়। কারা এসব করে তাদের চিহ্নিত করে যাতে ব্যবস্থা নেয়া যায় সেজন্য এই ব্যবস্থা নেয়ার জন্য বিটিআরসিকে বলা হয়েছে।

[৮] এক প্রশ্নের জবাবে, সভাপতি বলেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে নয়, তাদের অবৈধ কন্টেন্ট যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়