শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে আবারো দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

শাহাদাত হোসেন :[২] উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় দফা আবারো দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-মদিনা ব্রিকস (এম বি ডব্লিউ) ও এস বিএল ব্রিকস ।

[৩] একই সাথে অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ কয়েক লাখ টাকার কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

[৪] অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। পরিচালিত অভিযানে সহযোগিতা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর হোসেন সজীব এবং র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা।

[৫] পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাউজান উপজেলায় ৫২টি অবৈধ ইটভাটা রয়েছে। এরমধ্যে কোনোটিতে বৈধতা নেই। সবকয়টি ইটভাটা চলছে অবৈধভাবে। উচ্চ আদালতের নির্দেশনায় সব অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। রাউজানে গত ৪ জানুয়ারি প্রথম দফা ৩টি অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ বিপুলপরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দিয়েছিল।

[৬] ৫ জানুয়ারি অভিযানে ৩টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছিল। অভিযান প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, উচ্চ আদালতের নির্দেশে পরিবেশগত ছাড়পত্র না থাকায় পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়