শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে আবারো দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

শাহাদাত হোসেন :[২] উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় দফা আবারো দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-মদিনা ব্রিকস (এম বি ডব্লিউ) ও এস বিএল ব্রিকস ।

[৩] একই সাথে অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ কয়েক লাখ টাকার কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

[৪] অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। পরিচালিত অভিযানে সহযোগিতা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর হোসেন সজীব এবং র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা।

[৫] পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাউজান উপজেলায় ৫২টি অবৈধ ইটভাটা রয়েছে। এরমধ্যে কোনোটিতে বৈধতা নেই। সবকয়টি ইটভাটা চলছে অবৈধভাবে। উচ্চ আদালতের নির্দেশনায় সব অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। রাউজানে গত ৪ জানুয়ারি প্রথম দফা ৩টি অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ বিপুলপরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দিয়েছিল।

[৬] ৫ জানুয়ারি অভিযানে ৩টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছিল। অভিযান প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, উচ্চ আদালতের নির্দেশে পরিবেশগত ছাড়পত্র না থাকায় পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়