শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে আবারো দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

শাহাদাত হোসেন :[২] উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় দফা আবারো দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-মদিনা ব্রিকস (এম বি ডব্লিউ) ও এস বিএল ব্রিকস ।

[৩] একই সাথে অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ কয়েক লাখ টাকার কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

[৪] অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। পরিচালিত অভিযানে সহযোগিতা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর হোসেন সজীব এবং র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা।

[৫] পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাউজান উপজেলায় ৫২টি অবৈধ ইটভাটা রয়েছে। এরমধ্যে কোনোটিতে বৈধতা নেই। সবকয়টি ইটভাটা চলছে অবৈধভাবে। উচ্চ আদালতের নির্দেশনায় সব অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। রাউজানে গত ৪ জানুয়ারি প্রথম দফা ৩টি অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ বিপুলপরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দিয়েছিল।

[৬] ৫ জানুয়ারি অভিযানে ৩টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছিল। অভিযান প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, উচ্চ আদালতের নির্দেশে পরিবেশগত ছাড়পত্র না থাকায় পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়