ওমর ফয়সাল:[২]চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে গত ছয়মাসে স্কুল ও কলেজের ভবন নির্মাণ, বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সহ গ্রামীণ অবকাঠামো খাতে প্রায় ৫০ কোটি ব্যয়ে ৩০টিরও বেশী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
[৩]মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সরকারী এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
[৪]পরে ইউনিয়ন পরিষদ চত্বরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ উন্নয়নের সুফল ভোগ করছে।
[৫]"আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার" মুজিববর্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের আশ্রয় প্রদানের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে হাজারো গৃহহীন নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা।
[৬]ফটিকছড়ির কোন মানুষ যাতে গৃহহীন না থাকে; সে জন্য আমি মুজিব বর্ষে ফটিকছড়িতে ২২ হাজার ভূমি ও গৃহহীন পরিবারে ঘর দিতে চাই। বিষয়টি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহায়তা কামনা করেন সাংসদ মাইজভাণ্ডারী। সম্পাদনা: অনন্যা আফরিন