ফাহাদ রহমান: [২] মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
[৩] গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আমিন নগরের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
[৪] জানা যায়, ইয়াবার বড় চালানের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিননগর এলাকায় আবুল কালামের বাড়িতে ঘেরাও করে এসআই কৃষ্ণ মোহন, এএসআই হুমায়ুন ও এএসআই মনিরের প্রচেষ্টায় অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে আবুল কালামকে আটক করে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
[৫] অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানায় মাদক মামলা রজু করা হয়েছে।
[৬] পুলিশ সুপার ফারুক আহম্মদের সার্বিক নির্দেশনা মোতাবেক কুমিল্লার থেকে মাদক নির্মূলের অংশ হিসেবে বাঙ্গরাবাজার থানা থেকে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আঞ্জুমান আরা