শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সুনামগঞ্জে ফল ব্যবসায়ীকে পিঠিয়ে দুইলাখ বিশহাজার টাকা ছিনতাই

জাকারিয়া হোসেন:[২] পৌরসভার ডি এস রোড়ে পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী নিজ বাড়ি ফেরার পথে র্দুবৃত্তরা হামলা চালিয়ে তাকে বেদড়ক পিঠিয়ে আহত করে ব্যবসার দুইলাখ বিশহাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

[৩]আহতের নাম মো. আলী হোসেন(৪৫)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত রফাত আলী। গত ১৫ই ফেব্রুয়ারী সন্ধ্যায় আহতের স্ত্রী রুমী বেগম বাদি হয়ে একই ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত জমির মিয়ার ছেলে হামলাকারী ইছরাক মিয়া ও মৃত দোলন মিয়ার ছেলে মোহন মিয়াকে অভিযুক্ত করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

[৪]অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৫ই ফেব্রুয়ারী আহত ফল ব্যবসায়ী প্রতিদিনের ন্যায় শহরে ফল বিক্রি করে টাকাপয়সা নিয়ে নদী পার হয়ে নিজবাড়ি জগন্নাথপুরে যাওয়ার পথে ইব্রাহিমপুরে রাস্তায় তাকে পেয়ে অভিযুক্তরা পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথা ও পিঠে আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন।

[৫]এ সময় হামলাকারীরা ছুড়া বের করে তাকে প্রাণে মারার উদ্দেশ্যে স্টেপ করার চেষ্টাকালে ব্যবসায়ীর ছোট ছেলে চিৎকার দিলে হামলাকারীরা ব্যবসায়ী আলী হোসেনের হাতে থাকা ব্যবসার দুইলাখ বিশহাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আহতের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়